আমাদের কথা খুঁজে নিন

   

।।--হলুদ--।।

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। আমি সূর্যের অংশ। পৃথিবীর পথ হেটে হেটে একদিন রৌদ্রে ডুবে যাবো। আমি অস্পৃশ্য, আমি নিলীন আমি বৈরাগ্যের অপভ্রংশ। আত্মায় আমার এখন হলুদের আধিক্য। অল্প কিছু লাল রয়ে গেছে, অবহেলার রক্ত শরীরের কাছে। লাল রঙ মুছে ফেলতে পারলেই মুক্তি। সূর্যের সাথে মিশে যাবো।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।