ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
দূর আকাশের মেঘেদের দলে
আমি, যোগ দিতে চাই..
আমারও আছে একটা আকাশ
আমার আকাশেও আছে মেঘ
কিন্তু, সেগুলোর রং
সাদা কিংবা কালো নয়
সেগুলোর রং হলুদ..
সেই মেঘগুলো আমার অতি আপন
তারা আমার মরা দুঃখের মরা আত্না..
মেঘগুলো আমায় বড় কষ্ট দেয়
ব্যথিত স্মৃতির কষ্ট..
ভিতরে ভিতরে এক অসহ্য বিষ,
আমায় খুটে খুটে খায়
আজ,
আমি আকাশের ঐ
সাদা মেঘেদের দলে যোগ দিব..
আমি অল্প কিছু
সাদা মেঘের বিনিময়ে
আমার সবটুকু হলুদ মেঘ
সবটুকু স্মৃতির কষ্ট
আকাশের বিশালতায় বিলিয়ে দিব..
আমি ফিরতে চাই
সুখের ভুবনে
আমি আবার ফিরতে চাই..
অন্ধকার কারাগার হতে আমি মুক্তি চাই, চিরমুক্তি।
হে আকাশ,
আমায় তুমি মুক্তি দাও..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।