আমাদের কথা খুঁজে নিন

   

আমি হলুদ কাকাতুয়া

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.।" আমি আর আমার নিঃসঙ্গতা বহুকালের অবিচ্ছেদ্য প্রেম; পানের সাথে যেমন চুন আর সালুনের সাথে নুন। আমি বহুবার তাকে ছাড়াতে গিয়েও পারিনি, যতবারই ছাড়াতে গিয়েছি ততবার জড়িয়ে গিয়েছি কাঁঠালের আঁঠায়; ততবারই আমাকে টেনে নিয়েছে বুকের কোঠায়। কেউ নেই আমার, ডানে-বামে কিংবা সামনে পিছে হয়ত কোনদিন কেউ ছিলনা। দিনে দিনে একাকিত্ব আমায় গ্রাস করেছে, মিথ্যে প্রেম আর করুণার সাথে কোনদিন আমার ছিলনা বনিবনা! ঝুল বারান্দায় ফেলে আসা জীবনের পায়চারি, বৈরাগী মনে জেগে থাকে ভিসুভিয়াস জানালার ফাক গলে পালিয়ে যাওয়া চোখে খেলা করে অচেনা স্বপ্নবিলাস। আমার আমি আর দেয়ালে ছায়াভূত কার্নিশে টিকটিকি,টেবিলে জীবনানন্দ মলিন; নিজের সাথে নিজের অগোছালো সংলাপে কেটে যায় রাত,কেটে যায় দিন। ফরহাদ ২৫/৭/২০১১, রাত ৯ টা মক্কা, সৌদি আরব  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।