আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ রহমানের, হলুদ আলোর, হলুদ সাংবাদিকতা ও সাদা মনের পাঠকদের প্রতিক্রিয়া

আমি কোন কিছু লিখব না শুধু হলুদ আলোর অনলাইন পাঠকদের প্রতিক্রিয়া গুলো কপি পেষ্ট করলাম । আমার ২০ বছরের সংবাদ-পাঠ জীবনে এই রকম জুতার বারি খাইছে কোন নিউজ সেটা দেখি নাই । ১ টা মানুষ টাকার জন্য কিভাবে নিজের সারা জীবনের অর্জন বিসর্জন দেয় সেটা গত কিছুদিন থেকে বাংলাদেশের মানুষ দেখল আবেদ খান ও মতিউর রহমান দের কে দেখে। এখন আমার একটা প্রশ্ন ? আমরা কি শুধুই ঘুষখোর রাজনিতীবিদ দের মুখে থু-থু দিব নাকি এই সকল ভন্ড সাংবাদিকদের মুখেও ????? ============================================= "পারসোনা" নিয়ে করা প্রথম-আলো অনলাইন সংবাদের পাঠক প্রতিক্রিয়া : =============================================- ----------------------------- ২০১১.১০.০৪ ২০:৫৬ ------------------------------ চালের দাম বেড়ে গেছে বলে ভাববেন না আমরা ঘাস খেতে শুরু করেছি। ৪ দিন পর এমন একটি হাস্যকর রিপোর্ট না দিলেও পারতেন।

--------------------------- Saif ২০১১.১০.০৪ ১২:২২ ---------------------------- হাহাহাহা আমাদের বলদ মনে হয়???????????????????যা লিখবা তাই মানুষ খাবে??? ---------------------------------- Ariful Hoque Tuhin ২০১১.১০.০৪ ১৪:০১ ---------------------------------- ইহা কি প্রথম আলো নাকি হলুদ আলো ? টাকার পরিমান তা কত ছিল ? পারসোনা কে সাপোর্ট দেন ঠিক আছে তাই বলে নিজের বিবেকা টাও খেয়ে বসছেন ? এমন একটা নিউজ ছাপালেন তাও ঘটনা ঘটার ৪ দিন পর ! একটু কমন সেন্স তো রাখেন ? দেশের সব মানুষ তো আর ঘাস খায়না ..। আগের মন্তব্য তো ডিলিট করে দিয়েছেন ..। এটাও করে দিবেন ? ২০১১.১০.০৪ ১৪:৪১ এই কি "বদলে যাও বদলে যাও" আদর্শ ?? ছি ছি ছি প্রথম আলো...... --------------------------- anup ২০১১.১০.০৪ ১৩:২৮ ----------------------------- প্রথম আলোর একজন গ্রাহক হিসেবে খুবই দুঃখ পেলাম এ কারণে যে এতদিন তারা ঘটনার কিছুই লিখেনি যা হলুদ সাংবাদিকতা হিসেবে ধরা যায়। -------------------------------- Saiful Bashar ২০১১.১০.০৪ ০৯:৪৭ -------------------------------- হায়রে প্রথম আলো!!! রিপোর্ট টা পড়ার পরই মেজাট টা খারাপ হয়ে গেলো। এত ঘটনা ঘটে গেলো অথচ প্রথম আলো খবরটা প্রকাশই করল না, আর যখন প্রকাশ করলো তখন এমনভাবে প্রকাশ করলো যেন পারসোনা ধোয়া তুলসি পাতা!!! --------------------------------- মেহেদী হাসান ২০১১.১০.০৪ ০৯:৫৯ --------------------------------- ঘটনাটাকি...।

তারা ধোয়া তুলসী পাতা..তবে টিভিতে যে ঘটনা দেখিয়েছিলো...সবই ভুয়া.. ? -------------------------------- Kishor Ahmed ২০১১.১০.০৪ ১০:৫৪ -------------------------------- শাক দিয়ে মাছ ঢাকা !!! ------------------------------- শাহরিয়ার কবির ২০১১.১০.০৪ ১১:১২ ------------------------------- ঘটনার ৪ দিন পর প্রথম আলোতে এই খবর দেখে খুব কষ্ট এবং মর্মাহত হয়েছি --------------------------- ২০১১.১০.০৪ ১২:৩১ -------------------------- পোশাক পরিবর্তনের কক্ষে সিসি ক্যামেরার দরকারটা কী সেটা রিপোর্টের কোথাও পেলাম না! ------------------------------ KAMAL UDDIN ২০১১.১০.০৪ ১২:৪৩ ------------------------------ সেবাগ্রহণকারী ওই নারী চিকিৎসকের স্বামীবলেছেননিছক ভুল-বোঝাবুঝির ফল। এটা মেনে নেয়া যায় না। নিরাপত্তার জন্য ড্রেসিং রুমে সিসি ক্যামেরা রাখা আইন এবং যুক্তি সংগত নয়। তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্ঠা করছেন। সেবাগ্রহণকারী ওই নারী চিকিৎসক এর স্বামী ম্যানেজ হয়েছেন।

-------------------------------- Arifur Rahman ২০১১.১০.০৪ ১২:৫৬ -------------------------------- অনৈতিক শোনায় ,. -------------------------------- tanvir hasan ২০১১.১০.০৪ ১৩:১৪ -------------------------------- এত বড় একটা ঘটনা প্রথম আলোতে এতো দেরিতে প্রকাশ করা হলো কেন ? তাও যখন প্রকাশ করা হলো তখন আবর পাসনার পক্ষে সাফাই গাওয়া হলো। আমি প্রথম আলো থেকে এইটা কনোদিন আশা করিনি............... -------------------------------- Waliulla Shariar ২০১১.১০.০৪ ১৩:২০ -------------------------------- আজ থেকে প্রথম আলো র পরবনা । ------------------------------- ২০১১.১০.০৪ ১৩:২২ ------------------------------- প্রথম আলো, ধন্যবাদ যে ৪ দিন পর হলেও আপনারা রিপোর্ট প্রকাশ করেছেন। কিন্তু পুলিশ যে তদন্ত কমিটি করেছে এবং কি কারণে উপপরিদর্শক কে বরখাস্ত করা হয়েছে তা বলেনি। আর ওইদিন পারসোনাতে ছিল এমন কিছু গ্রাহক ঘটনাটি ফেসবুক আর ব্লগ গুলো তে তুলে ধরেছেন, এছাড়াও টিভি ফুটেজ ও আছে - যেটি রিপোর্ট এ উঠে আসেনি যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে।

-------------------------------- Afjal ২০১১.১০.০৪ ১৩:৩৮ -------------------------------- ভিডিও যদি ধারনই না করা হয় তাহলে মহিলার স্বামী মুছলেন হলো কেন? তিনি হয় ম্যানেজ হয়েছেন নতুবা লোক লজ্জার ভয়ে চুপ থাকতে চাচ্ছেন। তিনি যেটিই করুক অপরাধী (কানিজ আলমাস) কে সহয়োগীতাই করলেন। এত বড় ঘটনা কিন্তু প্রথম আলো চুপ থাকলো কেন? আর যখন স্বরব হলো তখন কানিজকে বাচানোর জন্য! ---------------------------- ২০১১.১০.০৪ ১৩:৪৫ ---------------------------- Personar pokkhe giye j Prothom Alo kotha bolche,eta ekta shishu o bujhbe.kintu keno?Dipumoni Kaniz Almas er regular customer bole?jai hok,ami kal theke Prothom Alo rakhchi na bashay.porte hole internet a free free porbo.tk diye keno banoyat news porbo? -------------------------------- jamiur rahman ২০১১.১০.০৪ ১৩:৪৭ -------------------------------- "" ঘটনার ৪ দিন পর প্রথম আলো নিউজ করলো পারসোনার ইস্যু নিয়ে .... কাওরান বাজার থেকে বানানী যেতে লাগলো ৪ দিন !!!!!! তারপর চারদিন পর দেখানো হল ঘটনাটি একটি ""ভূল-বোঝাবুঝি" !!! নাকি পুরো ঘটনাটি ""ভূল-বোঝাবুঝি" হওয়ার জন্য অপেক্ষা এই চারদিনের !!! খুব কষ্ট এবং মর্মাহত হয়েছি প্রথম আলোর এই রকম কাজ দেখে .. "" ----------------------------- absad ২০১১.১০.০৪ ১৩:৫০ ----------------------------- I've heared many times that journalism is business instead of service & responsibility. I was confused to believe but now I don't have. Everything is possible in this country...........Prothom-alo should justify the matter if they are really that what they claim themselves................ ----------------------------------- Shofiqul Alam ২০১১.১০.০৪ ১৩:৫৩ ----------------------------------- its such a shame that a renowned popular daily news paper like prothom alo makes a news in such a way that misguides the mass people and also which enables people to do shameful act like persona did and getting away with it. Ive been a prothom alo subscriber for the last 10 years and ive never been this ashamed of being that like today.......its shameful both what persona did,and what prothom alo is doing to hide the fact. ------------------------------- Sheby ২০১১.১০.০৪ ১৩:৫৫ ------------------------------ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা রাখার দরকারটাইবা কি বুঝলাম না? ফেসবুক, সিসি ক্যামেরা --- মানুষের privacy বলে আর কিছু থাকলো না। মানুষের মুল্যবোধের অবক্ষয়ের মুল কারন এধরনের technology. মানুষের মুল্যবোধ, লজ্জাবোধ, বিবেক সরই কমে যাচছে। ----------------------------- মাসুদ রানা ২০১১.১০.০৪ ১৪:০১ ----------------------------- প্রিয় প্রথম আলো, এই ঘটনা সম্পর্কিত আচরণ দ্বারা আপনারা নিজেদের অনেক বড় ক্ষতি করলেন।

----------------------------- Boishaki ২০১১.১০.০৪ ১৪:০৭ ---------------------------- এত বড় একটা মিথ্যা আর্টিকেল পরে নিজেরই লজ্জা লাগতেসে ...... ------------------------------- Tanim Tanvir ২০১১.১০.০৪ ১৪:১৬ ------------------------------- প্রতিদিন একবার হলেও অনলাইনে প্রথম আলো পড়ি। আমি আজ থেকে আর প্রথম আলোর অনলাইন ভার্সন এ নিউজ পরব না ভাবছি। এই রকম জালিয়াতি নিউজ পড়ার চেয়ে না পড়া অনেক ভাল। আর এও জানি, এই মন্তব্য টাও মডারেশন পেরিয়ে নাও আসতে পারে। তাতে কি? গন্য মান্য মডারেটর রা তো জানলেন আমার মনের ইচ্ছা টা।

-------------------------------- reaz ২০১১.১০.০৪ ১৪:১৭ ------------------------------- Prothom Alo should search the truth. This news shows the biasness for the persona. Yellow journalism makes people deaf and dumb. --------------------------------- Mahmud Mamoon ২০১১.১০.০৪ ১৪:২৩ --------------------------------- ঘটনার চারদিন পর প্রথম এই বিষয়ে নিউজ দিল প্রথম আলো!! প্রথম আলো'র কাছ থেকে এমন আচরন কখনোই কাম্য নয়। আমাদের জাতীয় অনেক ইস্যুতে প্রথম আলোর নিউজের কারনে প্রশাসনের টনক নড়ে। আমরা এতে আশাবাদী হই। কিন্তু পারসোনা'র এই নিউজ নিয়া প্রথম আলো'র এমন নিশ্চুপ এবং চারদিন পর কানিজ আলমাসকে রক্ষার জন্য এই নিউজ কিসের ইঙ্গিত বহন করে?? প্রথম আলো ভবিষ্যতে এ ধরনের দায়িত্বকান্ডহীন আচরন না করুক- এটাই কাম্য। ------------------------------------- jamiur rahman ২০১১.১০.০৪ ১৪:২৬ ------------------------------------ ভিডিও যদি ধারনই না করা হয় তাহলে মহিলার স্বামী মুছলেন কেন? তিনি হয় ম্যানেজ হয়েছেন নতুবা লোক লজ্জার ভয়ে চুপ থাকতে চাচ্ছেন।

তিনি যেটিই করুক অপরাধী (কানিজ আলমাস) কে সহয়োগীতাই করলেন। এত বড় ঘটনা কিন্তু প্রথম আলো চুপ থাকলো কেন? আর যখন স্বরব হলো তখন কানিজকে বাচানোর জন্য! ------------------------------ Susmit ২০১১.১০.০৪ ১৪:৩৫ ------------------------------ Shame...Prothom-alo...Shame...I am feeling guilty that I love Prothom Alo. -------------------------------- Nishi ২০১১.১০.০৪ ১৪:৩৭ -------------------------------- গ্রাহকের স্বামী বলেন, ‘আমি দাবি করায় তাঁরা হার্ডডিস্ক খুলে আমাদের দিয়ে দেন। আমরা সেটি বাসায় নিয়ে আসি এবং রাতে পুলিশকে দিয়ে দিই। ’ - একজন কে হার্ডডিস্ক খুলে এমনি এমনি দিয়ে দিলো ???? হার্ডডিস্ক এ কিছু না থাকলে এমনি এমনি বাসায় নিয়ে যেতে দিলো?????? টিভি ফুটেজ এ দেখা গেল যে গ্রাহকের স্বামী পারসোনার কর্মীদের প্রচণ্ড রাগ আর ক্রদ- এ চড় মারছেন - এমনি এমনি চড় মারছেন????? jamiur rahman ২০১১.১০.০৪ ১৪:৪৯ ------------------------------- পারসোনা নিয়া অনেক লেবু কচলানো হইলো, তিতাও হইলো। কিন্ত আমরা চুপ থাকবো না।

----------------------------- সৈয়দ মাহমুদুর রহমান ২০১১.১০.০৪ ১৫:১২ ----------------------------- এ বিষয়টি সত্যিকার অর্থেই আমাকে ভাবিয়ে তুলেছে ? যেখানে সারাদেশে তুলকালামলাম হয়ে যাচ্ছে, ফেসবুক, ব্লগ, বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনেক পত্রিকায় এ বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে। কোথাও পারসোনাকে নির্দোষ পাওয়া যায় নি কিন্তু আপনারা এমন একটা বিষয়কে খুব সহজভাবে উপস্থাপন করলেন যেন কিছুই হয় নাই। আরে গোয়ালা কি কখনো তার দইকে টক বলে ? আপনারা যদি পারসোনাকে জিজ্ঞাসা করেন যে কি হইছিল তাহলে তো এই জবাব ই আসবে । ----------------------------------- Md. Shariful Islam ২০১১.১০.০৪ ১৫:১৪ ----------------------------------- আজ থেকে প্রথম আলো পড়া বন্ধ ! ------------------------------------------------- Peace Volunteers Bangladesh ২০১১.১০.০৪ ১৫:২৩ -------------------------------------------------- কত টাকার বিনিময়ে সমঝোতা হয়েছে? --------------------------------- সুমন - কাতার ২০১১.১০.০৪ ১৫:২৮ --------------------------------- এ যাবত কালের সবচেয়ে বাজে রিপোর্ট......... ------------------------------ Rajib ২০১১.১০.০৪ ১৫:২৯ ------------------------------ বেচারা হাসব্যান্ড উপর দিয়ে কি না যাচ্ছে ? না পাইলো বিচার, উল্টা এখন যৌথ বিবৃতি দিতে হইল। সাবাস বাংলাদেশ .............. প্রবাল ২০১১.১০.০৪ ১৫:৩৩ প্রথম আলো (কিংবা তৌহিদা শিরোপা ) - হতাশ করলেন আরেক বার! প্রতিটা ব্লগ আর ফেসবুকে যখন পারসোনার বিরুদ্ধ্যে এত কথা হচ্ছে, ঘটনার চার দিন পর আপনারা জানতে পারলেন, আর রিপোর্ট করলেন গত চারদিনে আমরা যা জেনেছি তার উল্টাটা!!! আমরা কি তাহলে ভুল জানলাম???? এমনটা আশা করি নি!! rashedul islam ২০১১.১০.০৪ ১৫:৩৭ আমাদের জাতীয় অনেক ইস্যুতে প্রথম আলোর নিউজের কারনে প্রশাসনের টনক নড়ে।

আমরা এতে আশাবাদী হই। কিন্তু পারসোনা'র এই নিউজ চারদিন পর !!!!!!!!!!!!!প্রথম আলো'র কাছ থেকে এমন আচরন কখনোই কাম্য নয়। Meraz ২০১১.১০.০৪ ১৫:৪১ মজা পাইলাম....... তমাল ২০১১.১০.০৪ ১৫:৪২ প্রথম আলো কি মঙ্গল গ্রহ থেকে প্রকাশিত হয়? এটা আসতে এত দিন লাগলো কেন? আর খবরের ধরন দেখে মনে হচ্ছে এটা প্রথম আলোর ধারাবাহিক রিপোর্ট! মাসরাঙ্গা টেভির ভিডিও ফুটেজ ভিন্ন কথা বলে। সেখানে সেবা গ্রহীতার স্বামীর অভিযোগ স্পষ্ট বুঝা গেছে তাহলে সেদিন মীমাংসা হলো কিভাবে? Ziaul Islam ২০১১.১০.০৪ ১৫:৪৪ তাহলে কি পাওয়া গেছে?? Musabbir ২০১১.১০.০৪ ১৫:৪৮ ---------------------------- আপনারা নিরব ছিলেন নিরবই থাকতেন, চারদিন পর বির্তকিত এই ঘটনায় পারসোনার পক্ষ নিয়ে নিউজ করা দরকার িছল না। প্রথম আলোর কাছ থেকে তা কখনো আশা করিনি।

--------------------------------- Md. Tohfatul Islam ২০১১.১০.০৪ ১৫:৫০ -------------------------------- প্রথম আলোই পড়ছিলাম। এখনি এটা বন্ধ করবো। কিছুদিন পরে হয়তো আবার পড়বো, কিন্তু সেই ভালো লাগা কি আর থাকবে? খুব কষ্ট পেলাম। এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্রথম আলো কিভাবে এটা করতে পারলো? ----------------------------- Lama Chowdhury ২০১১.১০.০৪ ১৫:৫৪ ---------------------------- May be Prothom Alo is another Beneficiary for making above report. In this Country, everything is possible now. I do not know Whom we keep our trust on? ------------------------------ ২০১১.১০.০৪ ১৬:০০ ------------------------------ পাবলিককে এতো বোকা ভাবেন কেন আপনারা? যা লিখবেন তাই মেনে নিবে সবাই? ------------------------------ nafi ul karim ২০১১.১০.০৪ ১৬:০৩ ------------------------------- ছি ছি প্রথম আলো এই ভাবে মানুষ এর কমেন্টস এডিট করা শুরু করসে | এটা ২০১১ সাল মানুষ এবং technology ২ টাই এখন অনেক smart | প্রথম আলো না জানালেও মানুষ সত্যি ঠিকই জানবে | ------------------------------- Syedul Arefin ২০১১.১০.০৪ ১৬:০৩ ------------------------------- প্রথম আলো যদি মনে করে যে বাংলাদেশের মানুষ কোন খবর জানার জন্য শুধু তাদের উপরই নির্ভরশীল, তাহলে প্রথম আলো ভুল করবে। এখন বিকল্প ধারার মিডিয়া, প্রথম আলো বা MSM থেকে অনেক শক্তিশালী এবং অনেক বেশি জনমত সৃষ্টি করতে পারে।

শুধু এক পারসোনা ইস্যু তে প্রথম আলো যে বিশ্বাসযোগ্যতা হারাল, তা কখনোই ফিরিয়ে আনা যাবে না। ------------------------------------------ Md. Rakibuzzaman Shakil ২০১১.১০.০৪ ১৬:০৭ ------------------------------------------ কেউ প্রথম আলো নিয়ে আলতু ফালতু কথা বললে আমি সবসময় বিরোধিতা করি । এই ঘটনায় প্রথম আলো যখন রিপোর্ট প্রকাশ করছিলো না তখনো আমার ধারনা ছিল প্রথম আলো মনে হয় ভালো ভাবে অনুসনধান করে রিপোর্ট করবে। কিন্তু হায় !! এত ভালবাসি যাদের তারা এভাবে ধোকা দিলো ?? বুঝলাম পারসোনা ভালো, কিন্তু : ১। প্রথমআলো কেন মানুষের প্রাইভেসি নিয়ে সোচ্চার হলো না? প্রথম আলো কেন উক্ত প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করলো না? ২।

কেন প্রথম আলো সার্বিকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহারের নীতিমালা নিয়ে সোচ্চার হলো না? ৩। কেন প্রথম আলো পারসোনার মতো প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য চাপ দিয়ে সংবাদ প্রচার করলো না? শুধু তাকে রক্ষা করতেই অগ্রণী ভূমিকায়ই কেন আমরা প্রথমআলোকে পেলাম? ৪। প্রথম আলো পারত প্রশাসনে এ ধরনের বিষয়গুলো দেখার জন্য স্পেশাল উইং'কে এ বিষয়টি নজরে আনতে কিন্তু প্রথমআলো তাদের হাত গুটিয়ে বসে রইলো যতক্ষন পর্যন্ত না পারসোনার দায়মুক্তি দেয়া যায় এমন কোন সংবাদ তৈরি করার মত অবস্থা সৃষ্টি করা যায়। প্রিয় প্রথম আলো সমপাদক, মনে রাখবেন, এই ঘটনা সম্পর্কিত আচরণ দ্বারা আপনারা নিজেদের অনেক বড় ক্ষতি করলেন। আমি জানি, আমার এই মন্তব্য এডিটরিয়াল পেরিয়ে হয়ত আসবে না।

তারপরো তারা তো জানতে পারবেন আমার মনের কথা। ---------------------------- Anonto ২০১১.১০.০৪ ১৬:২৫ ---------------------------- এইটি রির্পোট না সংবাদ বিজ্ঞপ্তি । -------------------------------------- S. M. Sakhawat Mahmud ২০১১.১০.০৪ ১৬:২৬ ---------------------------------------- হায় বাংলােদশ! ঐ ব্যাটা স্বামী পয়সা খাইল.... ------------------------------------ Nishchup Asad ২০১১.১০.০৪ ১৬:৪২ ---------------------------- আমরা সাধারণ মানুষরা কি এতই বোকা, যা বুঝানো হোল তাই বুঝলাম। ------------------------------- Md Matiur Rahman ২০১১.১০.০৪ ১৬:৪৮ ------------------------------- আমি বুঝতে পারতেসি না কিভাবে প্রথম আলো এ রকম একটা খবর ছাপাতে পারে । এখন থেকে পারসোনার সাথে প্রথম আলো বয়কট করতে হবে।

------------------------------- ২০১১.১০.০৪ ১৬:৫৯ ------------------------------- প্রথম আলোর নকশা পাতায় তৌহিদা শিরোপার লেখা থেকেই আমরা স্পা সমন্পর্কে জানতে পারি। পরে এও জানতে পারি যে নানা প্রতিবেদনে ইনিয়ে-বিনিয়ে কানিজ আলমাসের বক্তব্য দেওয়া হয় । কিন্তু আজ যা করা হলো, তা কার সাথে মেলাব। প্রথম আলোর এই কাজটি না করলেই কি হতো না ? --------------------------------------- MD GOLAM MURSHED ২০১১.১০.০৪ ১৭:১১ ----------------------------------------- প্রথম আলোর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করিনি। তবে বাংলাদেশে আইন হল মাকড়সার জালের মত, শুধু ছোট পোকা আটকায়, বড়রা ছিড়ে পালিয়ে যায়।

------------------------------ Dhonjay Prosad ২০১১.১০.০৪ ১৭:১৫ ------------------------------ সত্যকে মিথ্যা বানানোর জন্য প্রথম আলোকে ব্যবহার করা হয় বা হচ্ছে। সেদিন যা ঘটেছিল তখনকার কোন নিউজ কভার করে নাই কেন প্রথম আলো? আর আজ সেবাগ্রহীতার স্বামী ও পারসোনা কর্তৃপক্ষ কি বিবৃতি দিলো তা আজ ছাপা হচ্ছে! -------------------------------- মঈন চৌধুরী ২০১১.১০.০৪ ১৭:৫২ ------------------------------- যেদিন থেকে প্রথম আলো বের হয়েছিলো, সেই দিন থেকে আজ পর্যন্ত শুধু প্রথম আলো-ই পড়েছি। এতদিনের সঙ্গীটাকে খুব বিশ্বস্ত ভেবে এসেছি সবসময়। প্রথম আলো'র বিরুদ্ধে কোথাও নেতিবাচক প্রচারণা হলে নৈতিকভাবে তা প্রতিহত করার চেষ্টা করেছি। আমার এখন এই ভেবে কষ্ট লাগছে যে - কালকে থেকে আমি প্রথম আলো পড়লেও তাকে বিশ্বাস করতে পারব না।

প্রথম আলো- আপনারা এই নিউজটা ছেপে অনেক বড় ভুল করে ফেলেছেন। গ্রাহকের আস্থায় সংকট সৃষ্টি করে ফেলেছেন। নিজের পায়ে এভাবে কেউ কুড়োল মারে? ------------------------------------- Mashiur Rahman ২০১১.১০.০৪ ১৭:৫৫ ------------------------------------- কিছু প্রশ্ন ছিল মনের মধ্যে , ১) ওই মহিলা চিকিৎসক ছিলেন , সিসিটিভি তা কোথায় ছিল তা তিনি পরিস্কার ভাষায় মাছরাঙ্গা টিভি কে বলেছেন । এও বলেছেন যে সেটি অন ছিল । একজন শিক্ষিত মহিলার জন্য এতটুকু বোঝা কোন কঠিন কাজ না ।

২) মহিলার স্বামী পারসনা তে আসার আগেই তারা সিসিটিভি ক্যামেরা টা খুলে ফেলেছেন। আশা করি হার্ড ডিস্ক টাও আর আগের জায়গায় ছিল না। আর তারা যদি অপরাধ না করতেন তবে ক্যামেরা খুললেন কেন? ৩) বিউটি পার্লার এ ছেলেদের ঢোকার অনুমতি নেই । কিন্তু সিসিটিভির সামনে বসে পারসনার পুরুষ কর্মচারীরা কি কি দেখতেন তা আমার পক্ষে বলা সম্ভব না । ৪) পারসনার ক র্মকাণ্ডে কষ্ট পাইনি ।

কারন ওরা যে এইটা করতে পারে তা চিন্তা করা অসম্ভব না । কিন্তু ফেসবুক এ না ঢুকে যে প্রথম আলোর অনলাইন এডিশন আমি প্রতিদিন ২ বার করে পড়ি , সেখানে এতবড় ডাহা মিথ্যা একটা খবর পড়ে কষ্ট পেয়েছি । পারসনার ভাবমূর্তি ঠিক করতে গিয়ে আপনাদের নিজেদের ভাবমূর্তি আপনারা ধূলিসাৎ করেছেন । আপনাদের বলছি বদলে যান । আপনারা পাঠক এর চোখে মিথ্যাবাদী হয়ে গেছেন ।

আপনাদের আর বিশ্বাস করতে পারছি না । ----------------------------------- আরিপ হোসেন ২০১১.১০.০৪ ১৭:৫৭ ----------------------------------- প্রথম আলোকে ভালোবাসি সেটা তার সত্যাচারিতার জন্য মিথ্যাচারিতার জন্য নয়। আমরা প্রথম আলোর হাতধরে বদলে যেতে চাই কিন্তু বদলে যাওয়া বলতে কি যে অবস্থানে আছি তার থেকে বদলে নৈতিক অবক্ষয় ঘটানো। MOINUL HASSAN ২০১১.১০.০৪ ১৮:০৭ আমরা সবাই উল্টো হাঁটি, তুমি কীভাবে সোজা হাঁটো? বলবে কী সেই রহস্য? Ziaul Islam ২০১১.১০.০৪ ১৮:২৫ প্রথম আলোকে ও কি ম্যনেজ করে ফেলল?? Munmun Nahar ২০১১.১০.০৪ ১৮:৩০ নিউজটা পড়ে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে হেসেই ফেললাম..........এ সর্বনাশা জাতির কপালে আর ও যে কত দূর্ভোগ আছে আল্লাহ মালুম.............. Nurul Alam ২০১১.১০.০৪ ১৮:৩৫ আপনরা যে নিজের কফিন এ নিজেই পেরেক মারলেন আশা করি বুঝতে পারছেন।

আর নয় আপনাদের সাথে থাকা। Saaif ২০১১.১০.০৪ ১৮:৫৩ খুবই দুঃখ পেলাম। এখন পারসোনার পক্ষে সাফাই গেয়ে রিপোর্ট - প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কিছু প্রকাশ না করলেও আমরা জানতে পারি - ব্লগ-ইন্টারনেটের কল্যানে, সুতরাং পাঠকসমাজ কে বোকা/গাধা ভাবার কোন কারন নেই। Rajib ২০১১.১০.০৪ ১৯:১৪ এটাকেই তাহলে সাংবাদিকতা বলে????? ২০১১.১০.০৪ ১৯:৩৮ প্রথম আলোই পড়ছিলাম।

এখনি এটা বন্ধ করবো। কিছুদিন পরে হয়তো আবার পড়বো, কিন্তু সেই ভালো লাগা কি আর থাকবে? খুব কষ্ট পেলাম। এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্রথম আলো কিভাবে এটা করতে পারলো? Yousuf Seddat ২০১১.১০.০৪ ২০:০২ প্রথমআলো ৪ দিন পর এমন ভূয়া একটা খবর দিয়ে আমাদের মতো পাঠকদের মনে আঘাত দিল। বুজলাম রিপোর্টার ভুল লিখছে। কিন্তু আমরা নিজের চোখ কে অবিশ্বাস করব?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।