মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। অনেক গবেষনার পর আমাদের সরকার থুক্কু ডিজি টাল সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, পদ্মা সেতু নয়, পদ্মা নদী পাড় হওয়ারই ব্যবস্থা করবে। তেনারা ফোনের টেকা কাইট্টা নেওয়ার সিন্ধান্ত নেওয়ার পর জনগন যে, আবেগ দেখিয়েছে (ইট পাটকেল মেরে ) তাতে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী আবেগে আপ্লুত হইয়া গেছে। আর তারা বেবাগতে কইছে যে, আমাগো পদ্মা সেতুর দরকার নাই।
বিরুধীদল কইতাছে, মন্ত্রীরা নাকি তাদের এক মাসের বেতন দিয়া দেওয়ার যে ঘোষনা দিয়েছিল, সেইটার জন্যই চিন্তিত ছিল যে, একমাস তারা বেতন ছাড়া কিভাবে চলবে। অবশ্য মন্ত্রীরা এইগুলা বিরুধী দলের গুজব বলে উড়িয়ে দিয়েছে।
মন্ত্রী ও এমপিরা এটাও বলেছে, দরকার হলে তারা তাদের ছেলে মেয়েদের দামী স্কুলে না পড়াইয়া প্রাইমারী স্কুলে পড়াইবো, বারগারের বদলে পপকন খাওয়াইবো তবুও তারা পদ্মা ব্রিজ করার জন্য প্রস্তুত ছিল কিন্তু মানষের আবেগের কারনে তেনারা অপ্লুত।
তাই সিন্ধান্ত হয়েছে যে, "পদ্মা নদীর পানি ইন্ডিয়াতে পাঠাইয়া দিয়া পদ্মা নদী শুকাইয়া ফেলা হইব"
আমাদের লোটাস কামাল সাহেব সেখানে একটি ক্রিকেট স্টেডিয়াম করারও ঘোষনা করেছেন। যেখানে ইন্ডীয়া ও বাংলাদেশ টেষ্ট ম্যাচের দ্বারা উব্ধোধন হইব।
কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সাথে টেষ্ট খেলতে শর্ত দিয়েছে যে, কিছুতেই তারা বাংলাদেশের সাথে খেলবে না যতক্ষন পর্যন্ত সাকিব, তামিম ও মুসফিক সহ বর্তমান টিম খেলবে। তারা অবশ্য অনুর্ধ ১.৫ বছর টিম এর সাথে খেলতে আগ্রহ প্রকাশ করেছে।
সংবাদ সূত্রঃ রেডিও ডিজিটাল ও টিভি ৪২০
কেউ যদি উক্ত খবরকে মিথ্যা বলে মনে করে তবে তাহাকে গুম করা হবে। আর কেউ যদি খবরকে সত্য বলে ধরে নেয়, তবে তারাই তার দায় দায়িত্ব নিবে। প্রচারক দায়ী নয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।