তুমি আমার হলে না তুমি তোমার বাবা মাকে ছাড়তে পারবে না তাই, অথচ সেই তুমি আজ দেশ ছাড়ছো বাবা-মা,আত্নীয়স্বজন আর এই আমাকে সব ছাড়ছো সব। গোমাংস আমার খুব প্রিয় তা নিষিদ্ধ তোমার , তাই আমার সাথে প্রনয় হলো না; সেই তুমি যাচ্ছ চলে এমন একদেশে যেখানে গোমাংস,শুকর মাংস,মদ যাবতিয় নিষিদ্ধ খাবার একশভাগ হালাল। তোমার চলে যাওয়ায়, আমার সর্বনাশ,ব্যাথায় ভরা মন বিচ্ছেদ যন্ত্রণায় একাকি বইছি শোকের হিমালয়, ব্যথার সাগর, আত্নবলিদান সবই আজ অসার,অলিক, নির অর্থ তোমার নামও আজ অর্থহীন ভালবাসার সেতুবন্ধন রচনায় তুমি ব্যর্থ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।