(১) ঝুলিয়ে রেখে মুলাটা রাখতে গিয়ে রেশটা রং মেখে সং সেজে পার পেলনা শেষটা (২) দুই আবুলে পাজ্ঞা লড়ে সমানে সমান গা গতরে পদ্মার তীরে চর পড়ে যায় সাবাস সাবাস অহংকারে (৩) আমও গেল ছালাও গেল চোরের মা'র বড় গলা ভিক্ষা চাইনা উপোষ থাকুম ঢোলের বাড়ি জাতির খালা (৪) এতো কথা এতো কান্ড করল যারা চার বছরে কড়ায় গন্ডায় হিসেব হবে নির্বাচনটা আসলে পরে (৫) কেমন করে মুখটা দেখাও লজ্জাও কি নাই ছিঃ বাচাল কি আর শুনবে কথা বললেতো বলবেন বলছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।