আমাদের কথা খুঁজে নিন

   

কে ধার্মিক চেনা দায় ।

ইসলামে জঙ্গিবাদ কেন ? আর তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল না হইয়া মরিওনা । সুরা বাকারা ফেতনা হত্ত্যার চেয়ে জগন্য । অর্থ না বুঝে ব্যখ্যা বিশ্লেষণ যেমন অন্ধকারে সুই খুজার সমান । তেমনি ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাছিল করা । সমগ্র মুসলিম জাতিকে বিপদের দিকে টেলে দেয়ার ফায়তারা ।

একজন ইমাম সাব ফজরের সময় গেল পাশের পুকুরে অজু বানাতে , তো এক চুর রাত ব্যপি চুরি করে সে এল হাত মুখ ধৌত করতে । ২জন ২ প্রান্তে । ইমাম সাব ভাবল ঐ লোকটি পরহেজগার , অজু বানিয়ে নামাজে আসবে । আর চুর ভাবল ঐ লোকটি আমার মতই রাতভর চুরি শেষে হাত মুখ ছাফ করছে । যখন সূর্য উদয় হল তখন উভয়ের ভুল ভাঙল ।

ভাবুন ইসলামে জঙ্গি নাম দারি কতিপয় সংঘটন টিক সেভাবে ইসলামের ক্ষতি সাধনে ব্যস্ত । কারন যিনি ইমাম তার মুখে ও গায়ে ছুন্নতি লেবাছ ,চুরের লেবাছও একই । পার্থক্য শুধু জ্ঞান ও ধার্মিকতায় । ************ মিসরের খুরাসার অধিবাসি আনিছ গানেব সেই সময়ের একজন বিখ্যাত কাফন চুর ছিল । তখনকার সময়ে কাপড়ের মুল্য ছিল খুব বেশি , দেশে ছিল অভাব অনটন , গানিব খুজ রাখতেন কে মরল কার দাফন টা হবে দামি কাপড়ের ।

এই অঞ্চলে নুমান নইমি রা নামে একজন বুজুর্গ ব্যক্তি বাস করতেন । তিনি মানুষ কে আল্লাহর দিনে ডাকতেন এবং বহু ভক্ত তার ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহন করতেন , সৎ পথে চলতেন । তো কাফন চুর একদিন বুজুর্গ ব্যক্তির সামনে পড়লে তিনি চুর কে প্রবোধ দিলেন হে বুখারার অধিবাসি আল্লাহ ও পরকালে কি তোমার ভয় জাগেনা । এসব খারাপ কাজ পরিত্যগ কর এবং তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও । চুর বলল হুজুর আমি তাহলে খামু কি করে ।

বুজুর্গ সৎ পথে হারাল রুজি করে । চুর , না আমার এ কাজ পরিত্যগ করা সম্ভব না আল্লাহ আমাকে আপনার মত আলেম না বানিয়ে চুর বানাল কেন ? মরার পর আপনার কাফন ও আমি চুরি করে নিয়ে যাব । বুজুর্গ উপায়ান্তর না দেখে নিরব হলেন । কদিন পর লোকটি মারা গেলে চুর তার স্বভাব সুলভ নিত্য কর্মে যোগ দিল এবং কবর খুঁড়ে যেই লাছ থেকে কাপড় সরাতে বাধ্য হল তখন বুজুর্গ ব্যক্তি চুরকে হাত দিয়ে ধরে ফেলল । চুর কাঁপতে কাঁপতে বিকট চিৎকার জুড়ে দিল এবং নিজে বুজুর্গের নিকট তওবা করার বাসনা ব্যক্ত করল , অদৃশ্য আওয়াজ এল হে পাপি ব্যক্তি সৎ নিয়াত করার সাথে সাথে তোমার সমস্ত বিগিত জীবনের গুনাহ মাফ হয়ে গেল এবার যার নিকটে আছ তুমিও তার মতই একজন আল্লাহর খাস বান্দা ।

ছুবহানাল্লাহ । বান্ধার সঠিক নিয়ত আল্লাহর নিকট দ্রুত কবুল হয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।