Happyman
আমি ধার্মিক নয়? তা বলে আমি তা নিয়ে বাড়াবাড়ি করি না। মানে আমি ধর্ম বিরুদ্ধ কোনো কথা প্রচার আলাপ করি না। কারন বেশির ভাগ মানুষ ধর্মে বিশ্বাসী তাদের মনে আঘাত দেওয়া বা আমার কথায় তারা কষ্ট পাক তা আমি চাইনা। কিন্তু আমি সব সময় একটু আতঙ্কিত থাকি। মনের অজান্তে যদি কখনো ধর্ম বিরুদ্ধ যুক্তি দেখায় তাহলে তো আমার মহাবিপদ।
ধার্মিকরা নাস্তিক বলে খুন করে ফেলতে পারে আবার ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছি বলে সরকার আমাকে জেলে ভরে দিতে পারে। তাই প্রচন্ড ভালোবাসার এই জন্মভূমি ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। নিজের মনের কথা নিজের ভিতর পুষতে পুষতে আমি শেষ হয়ে যাচ্ছি। আরজ আলি মতব্বর কে আক্রমন করেনি। তখনকার থেকে এখন অবস্থা বেশি খারপ তাইতো আমর গুরু হুমায়ণ আজাদকে করেছে।
আমি ধর্মে বিশ্বাস করি না বলে প্রাণ ভরে একটু শ্বাস নিতে পারব না???
যারা ধর্ম বিশ্বাস করে পালন করে তাদের প্রতি আমার অনুরোধ একটু অধ্যয়ণ করুণ একটু বিচারকের দায়িত্ব পালন করুন। দেখুন না আমি আমদের মত যারা আছে তারা একটু প্রাণ ভরে শ্বাস নিতে পারে কিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।