আমাদের কথা খুঁজে নিন

   

পাখিটা আশ্রয় চেয়েছিল !

অনলাইন সিকিউরিটি কনসালট্যান্ট ও সফটওয়ার অ্যানালিস্ট । অপেক্ষায় আছি কখন সময় থমকে যায়.... ছোট্ট পাখিটা বিদেশ থেকে উড়ে এসেছিল , ভাঙ্গা ডানা নিয়ে ভয়ে ভয়ে, দুরু দুরু বক্ষে - পাশে এসে বসেছিল তোমার । ব্যস্ত-সমস্ত দিনলিপির রোজকার কাজের ভারে- ভারাক্রান্ত ছিলে তুমি । পরিযায়ী পাখি ছিলনা পাখিটা । খাবারের খোঁজ করেনি ওটা তোমার কাছে ।

দলছুট্ , রাস্তার নোঙরা পাখি ছিল ওটা । লোম উঠে যাওয়া ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল । ব্যাকুল হয়ে শুধু আশ্রয় চাইছিল । তুমি গৃহকাজে ব্যস্ত ছিলে, সময় ছিলনা পাখিটার দিকে চেয়ে দেখার । স্বল্প জীবনীশক্তি নিয়ে পাখিটা বেশী দুর উড়ে যেতে পারেনি।

মরে পড়েছিল তোমাদের টিনের চালে। তোমার অগোচরে । ২৫ বছর পর এখন তোমার অখন্ড অবসর । চিলেকোঠার ঘড়ে তোমার চোখে পড়ল তার দেহাবশেষের পড়ে থাকা একটি পালক । ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকলে তুমি, নোংরা দেহাবশেষের দিকে।

। মনে পড়ল - পাখিটা শুধু আশ্রয় চেয়েছিল ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।