আমাদের কথা খুঁজে নিন

   

পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় । মাটির ময়না ছবির অসাধারন একটা গান

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় । মাটির ময়না ছবির অসাধারন একটা গান নেটে পুরা লিরিকটা পাইলাম না । তাই নিজেই অভ্র নিয়া নাইমা পড়লাম , , , , , , , পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় পাখিটা ………………………………………………… ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়, পাখিটা ………………………………………………… দেখলে পরে জুড়াই আঁখি নানা রঙের নানান পাখি, আকাশেতে উইড়া বেড়ায়, ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়, পাখিটা …………………………………………………। কাঁচা বাঁশের ঘরটা ফেইল্যা ময়না পাখি পাখা মেইল্যা, তাদের সাথে মিশিতে চায়! ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়, পাখিটা …………………………………………………। মাটির তৈরি ময়না বলে, 'তাইলে কেনে মনটা দিলে, না দিলে জোড় যদি ডানায়', ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় পাখিটা …………………………………………………। কোন বড়ভাই ইউটিউব লিঙ্ক দিলে যোগ করে দেব , , , , , সবাই কে নববর্ষের সুভেচ্ছা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।