আমার না বলা যত কথা বর্তমান নিভুনিভু, ভবিষ্যৎ শঙ্কাপূর্ণ, তবুও মাঝে মাঝে কিছু ছেলেমানুষি উঁকি দেয় মনের গোপন দরোজায়; অস্থির পৃথিবীকে পিছনে ফেলে তোমাকে নিয়ে সরে পড়ি নিঝুম কোনো দ্বীপে; গভীর মমতায় যেখানে নীল আকাশ নেমে এসেছে নদীর বুকে; মাঘের কনকনে শীতে শেয়াল ডাকা নির্জন কোনো গ্রামে কুঁড়ে ঘর বাঁধি; রাতে তোমার উত্তাল বুকে মাথা রেখে শুনি বাঁশবনে ঝিঁঝিঁ পোকাদের গান; যেখানে তপ্ত দুপুরে শ্যাওলা ভরা সবুজ পুকুরে মাতৃ স্তন্য পানে ব্যকুল শিশুর মতো, করুণ চোখে নামে গাঁয়ের বধূ, রাতের ক্লান্তি করতে দূর। একান্ত, এলোমেলো ভাবনায় এভাবেই স্বপ্নের, আগুন লেগেছে দক্ষিণা হাওয়ার মতো দোদুল্যমান আমার মনে---
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।