তোমার মাঝে আজ আমার পৃথিবী নিয়েছে বিদায় আমার সাগর শুকিয়ে আজ বিরান ভূমি, দিন দুপুরে সূর্য ডুবে গেছে রক্তিম আলপোনায় জানি এসব ই অর্থহীন অনুভূতি তোমার কাছে যা পায় না স্বীকৃতি; তোমাকে গড়ে ছিলাম বুকের মাটি দিয়ে রেখে ছিলাম চোখের কোনে এ বুক জুড়ে এখন শুধুই পদ্মার ভাঙন চোখে অপ্রতিরোধ্য দাবানল অসহায় অশ্রুদের বাষ্পিভূত কোলাহল যারা রাখে না চিহ্ন তুলে জনসম্মুখে গেথে যায় অন্য কোথাও অন্য কোন খানে একান্ত আমার হয়ে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।