আমাদের কথা খুঁজে নিন

   

একান্ত ভাবনা

গালাগালি নিষেধ। সোজা কথা বলা মানুষ-বাস্তব জীবনে যে কারণে আমি অন্যের চক্ষুশূল।

গত কয়েকদিনের ঘটনায় একটা ব্যাপার পরিষ্কার যে মিডিয়া অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। যেভাবে ৪৮ ঘন্টার মধ্যে পাবলিক ইমোশন ও ওপিনিয়ন ১৮০ ডিগ্রী টার্ন নিল, তাতে এ বিষয়ে আর কোন সন্দেহের অবকাশ নেই। সবদেশেই মিডিয়া কিছু সরকারি টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে থেকে রিপোর্ট তৈরি করে।

তাই বলে এই না যে তাদের হাত-পা বেঁধে ফেলা। যুগের চাহিদা মেটাতেই আমার মনে হয় সময় এখন এসেছে আমাদের দেশের মিডিয়ার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন তৈরি করা। যেন যথেচ্ছ রিপোর্ট তৈরি করে প্রকাশ করাটা হ্রাস পায় ও দেশের মানুষ সঠিক তথ্যটা পায়। কোন রিপোর্ট প্রকাশের আগে তা যেন "লাইভ এন্ড এক্সক্লুসিভ" কোটের মাঝে না থেকে বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর জনসমক্ষে হাজির করা হয়। তা নাহলে দেশের সংকটকালে কি হতে পারে তা তো গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছেই।

পুনশ্চ: মিডিয়ার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। "টার্মস এন্ড কন্ডিশন " বলতে জাতীয় স্বার্থে করণীয় কি তা বুঝানো হয়েছে। এটা মানুষের এমনি থেকেই আশার কথা। কিন্তু গত কয়েকদিনে আমাদের মিডিয়ার যে এই উপলব্ধিটা নেই তা প্রমাণ হয়ে গেছে। তাই নিয়ম করে দেখা উচিত কোন পরিবর্তন হয় কিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।