বটবৃক্ষের পদের নিকট জন্মানো দুবাঘাস
চলার পথে পথিকের পায়ে পিষিতেছে বারোমাস।
মানুষ হইয়া জন্মেও যার খোয়া যায় মনুষ্যত্ব,
দুবাঘাস বৈ দ্বিতীয় তাহার আর নাই কোন স্বত্ব:
সকল জীবেই রহিয়াছে ভোগ আহার নিদের কৃষ্টি-
মনুষ্যত্বেই কেবলি মানুষ সকলের সেরা সৃষ্টি।
হৃদয়ের যত দীনতা-হীনতা সকলি করিয়া নাশ
গড়ি এসো মোরা ধরার বুকে সুখের সর্গ্বাবাস।
মো: হাসিবুর রহমান
উপরের ববিতাটা সবচাইতে নিচে হবে-
সুইব বা সামু মুখবন্ধ:
একান্ত একটি কবিতার বইয়ের নাম। ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে বেশিরভাগ ব্যক্তিগত কাহিনীনির্ভর কিছু কথাকে শুধুই নিজের ভাল লাগার জন্য লিপিবদ্ধ করে বই আকারে রুপ দেয়া হয়েছে বলে বইটির নামকরণ করা হয়েছে 'একান্ত'।
এর কবিতাসমূহ বর্তমান সময়ের 'আধুনিক গদ্য কবিতা' না, মান্ধাতা আমলের ছন্দানুকরণে লেখা কিছু কবিতা। যারা আধুনিক গদ্য কবিতা পছন্দ করেন আমাদের বইয়ের কবিতাসমূহ তাদের ভাল নাও লাগতে পারে। তবে যাদের ভাল লাগবে আমরা তাদের রেটিং-এর প্রত্যাশী।
মো: হাসিবুর রহমান
আব্দুল্লাহ আল সালেহ
বইটি মূলত পারিবারিক। আমার ও আমার বড় ভাইয়ের লেখা বিভিন্ন সময়ের কিছু কবিতাকে সমন্বিত করে বইটি প্রস্তুত করে পারিবারিক পাঠাগারে সংরক্ষণ করা হয়েছে।
দক্ষ লেখনীকে নয় মূলত কবিতা রচনাকালিন সময়ের ব্যক্তিটিকে স্মরণ রাখার উদ্দেশ্যেই বইটি প্রস্তুত করা হয়েছে। বইটির কবিতাসমূহ ধারাবাহিকভাবে সুইব-এ প্রকাশের ইচ্ছা রয়েছে। আজ আমার লেখা একটি কবিতা উৎসর্গ করছি-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।