ভালোবাসকে করি নির্বিকার
কাছে দূরে -
জীবনের গতিয়ান শরীরে
স্বর্ণিল ফসলী দিগন্তে
উন্মুখর অপার প্রান্তরে
আজ আমি অনুভব করি তোমার রেশ ।
সহস্র জনতার কোলাহলে
আবিস্তৃত অসীম নৈঃশব্দে
আমি অবহেলায় নির্মাণ করি
তোমার ভোরবেলাকার স্বল্পালোকিত মুখ
অসংযত শিথিল কেশগুচ্ছ ও
একটি একান্ত মুখর হাসি ।
তোমার বাণী আমার একক নিভৃত
রাতের অন্ধকারে জ্বালায় আলো
আমি সকল নিন্দিত কালোয়
গুঁজে দিই একটি ভালো
তোমার গানে প্রতিটি স্পন্দমান মুহূর্তে
ছন্দিত হয় আমার হৃদয়
আমি অক্লেশে ভালোবাসকে করি নির্বিকার
সুখকে বিষণ্ণ, দঃখকে গতিময় ।
তাই
আজও আমি
অঝোর বর্ষণের পরে সমস্ত রবিকরোজ্জ্বল পাতায়
অনুভব করি তোমার উন্মীলিত অপার হৃদয় ।
-অনুষ্টুপ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।