তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
একান্ত অনুগত থাকতে চাই-
কারণে কিংবা অকারণে;
রক্তচক্ষুর ভয়ে অথবা
অহেতুক ঝামেলা এড়ানোর আশায়।
একান্ত অনুগত থাকতে চাই-
প্রাপ্তির চেয়েও হারানোর ভাবনা এড়াতে,
স্বাভাবিক আরো একটি ভোরের আশায় কিংবা
মাঝরাতে ঝামেলাবিহীন একটি ঘুমের প্রত্যাশায়।
একান্ত অনুগত থাকতে চাই-
প্রাগৈতিহাসিক কাল হতে বংশানুক্রমে
ধমনীর গাত্র বয়ে বহমান শৃঙ্খলিত তরলের
সুশৃংখলা প্রমাণ করতে অথবা
ঘরজামাই হওয়ার মানদণ্ডকে
অযাচিত প্রশ্নের কবল হতে রেহাই দিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।