আমাদের কথা খুঁজে নিন

   

একান্ত আপন

কেমন লাগছে আমায় ।

মোঃ-সাইফুজজামান (লিটন) হিমেল প্রকৃতি রুক্ষ শুষ্ক,বসেছিলাম পালিঙ্গায়, কৃষ্ণ কেশি যৌবনাময়ী,কি ধারুন লাগছিল তোমায় । দুষ্ট এ মন,কত ভাবাভাবি হারিয়েছি যে সব আশা, কত বলেছি মনে মনে,আমার মনের যত সব ভাষা । কত ঘুরেছি তোমায় নিয়ে কল্পনার দেশান্তরে জেগে দেখেছি আমারই বালিশ আমারই বাহুডোরে । বেশ শুনেছি তোমার কথা,তবু আসিনি অনুরাগে ভূল করেছি,তুমি এত সুন্দর!জানতাম না আমি আগে ।

মায়াবী ঐ হরিণী চোখ,মোর হৃদয় নিয়েছে কেড়ে এখন আমি মরছি শুধু,ভাবনা খুঁড়েখুঁড়ে । ধুরন্তনামনা লাবন্যময়ী উপমার নাহি শেষ, লোমে ভরা হাতখানি মোর লাগে দারুন বেশ । চিকন চাকন ধরন গঠন,তুমি কত সরল খোলামেলা, খাঁড়া বুকের তিলটি নিয়ে,মনে মনে করছি কত খেলা । অশান্তির মাঝে পেয়েছি তোমায়,আশার সপ্নাক্ষনে, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন,কতবার বলছি মনে মনে । মন্দ কখনও নাহি ছিলাম আমি,তাই করেছ তুমি, তোমার সুন্দর-ই দায়ী,তোমা চিন্তা বিহনে বিধুর অন্তরধামী ।

তোমার কোলে মাথা রাখি,মনে মনে কাটিয়েছি কত রাত, আদরে সোহাগে ললাট ভরেছ,বুলিয়ে কমল হাত । ঠোঁঠে ঠোঁঠ রাখি কত বাসাবাসি,তুমি যে আমার জান, তোমায় হারিয়েছি,ভাবি কেঁন্দে ওঠে মোর প্রান । অপরাধ মোর যতই ভাব, আমি নয়কো অপরাধী, তুমি সুন্দর,অতীব সুন্দর,আমি নয়কো মিথ্যাবাদী । তোমার মত এত ভাল,কোথাও কাওকে লাগেনি আর, মনে মনে কত ভেবেছি,তুমি শুধু আমার,একান্ত আমার । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।