আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের
একান্ত আলাপ
নবারুণ
প্রচণ্ড শীত,আমি একা, বড় একা
গাছগুলো কেন যেন নড়ছে না
পাখিরা কেন যে ডাকছে না
নাশুনি ভ্রমর গান, প্রজাপতি নৃত্য
বসুধা যেন গতি শূন্য।
বিদায়ী অশ্রু তোমার নয়নে ফেলেছে ছায়া
ওষ্ঠ যুগল ঠেকলো আমার গাল
আর সংবরণ করতে পারিনি
উষ্ণ জলের ধারায় আমি প্রবাহিত
বাধ ভাঙা আবেগে বিসৃত;
নত নেত্রের বিনম্র সাক্ষাৎ
বক্ষ যুগলের একান্ত আলাপ
শুভ্র দাড়ির কোমল পরশ, হাত বুলিয়ে প্রার্থনা
অবশেষে
শীতল বাহুবন্ধন, শীতল , আরো শীতল
আমি বাকরুদ্ধ, আমি নিথর।
আমি কি ভুলিতে পারি
পরাতে কাপড় নিজ হাতে,খাওয়াতে আদরে-যতনে
তোমার কোলেতে প্রথম স্কুলে যাওয়া,বাড়ী ফেরা;
গল্পে গল্পে হাটে যাওয়া,আখের লাঠি কাঁধে দিয়ে
ঘরে এসে বণ্টন করা।
তোমার মখে
ভাষা আন্দোলন,গণ-অভ্যুত্থান,মুক্তিযুদ্ধের কথা
বঙ্গবন্ধুর তেজোদীপ্ত ভাষণ আর বীরত্ব গাঁথা
বাঘ-ভালুক-শিয়ালের গল্প,স্বপ্নভীত অভয়বাণী
জড়ানো কণ্ঠের ঘুমগীতি
আমি কি ভুলিতে পারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।