বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে।তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল মুখে বলি দূরে যা মন বলে থেকে যা দূরে গেলেই মন বুঝে তুই কত আপন পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল মুখ বলে দূরে গেলে তুই বেশি কিছু আর হবে কি মেঘ ঢাকা দিন চলে গেলে ভেবে চাঁদ উঠবেই রাতে যখন উঠে চাদ , ছুঁতে চায় কেন তোরই হাত সারাক্ষণ এই যাস ছুঁয়ে তুই আমারি এ মন পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল মরি ভেবে হায় , উথাল পাতাল এই মনের ভেতরে কি আছে কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে নির্ঘুম কেন কাটে রাত কেন সুধু আর্তনাদ প্রতিদিন কেন তোকে ভেবেই হৃদয় ক্ষরণ পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল মুখে বলি দূরে যা মন বলে থেকে যা দূরে গেলেই মন বুঝে তুই কত আপন পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল পাগল তোর জন্যেরে পাগল এ মন……পাগল পাগল তোর জন্যেরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।