পাগলটা না থাকলে ব্লগের মজা বুঝতাম না ,। অফ লাইন শো করে হঠৎা নাম ধরে কে ডাকত ? সব শুভেচ্ছা ওর আগে কে দেয় ? মাঝে মাঝে রাগায় তুলত কে ? আমার ঝগড়ার সঙ্গী থাকত না। আর কয়েক জনের সাথে পরিচয় হত না । সব কিছুর জন্য দরকার পাগলটার । আসলেই ও একটা পাগল ।
শাওন পাগলা । আজকে ওর জন্মদিন । আর সবার মত শুভকামনা করি ঃ বড় হবার বদলে ছোটই থাক ( বোনাস আদর পাবি ) , পরদেশ বাদ দিয়ে এখানে থাকবি ( টাইম বেটাইমে তোকে পাওয়া যাবে ), তারপর তুই চাইলেও যাতে তোর চোখ দিয়ে পানি না পরে ( মাঝে মাঝে দেখি কেন জানি কষ্টে থাকিস ) , ঝগড়া করিস ( শুধু আমার সাথে ) । অনেক দোয়া করলাম আর করব না ।
ভাল থাকিস শাওন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।