যে তোরে পাগল বলে তারে তুই বলিসনে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে কালকে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু। যে তোরে পাগল বলে তারে তুই বলিসনে কিছু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।