মাঝে মাঝে খুব মন খারাপ হয়। মানুষের থেকে রিজেকসন নিতে পারিনা। আবার কোন আপন কেউ যখন পর হয়ে যায়। সম্পর্ক গুলো কেমন চেনজ হয়ে যায়। আস্তে আস্তে কেবলি ভদ্্রতায় রুপ নেয়।
একজনকে মিস করছি এই সময়। অবশ্য এই রকমে আমি অভ্যাস্ত। ওই কি ছিল? নাকি অন্য কেউ? চলে গেল কেন? আমার সাথে কথা বলতে চায়না? না, ও হওয়ার তো কথা না। আমি তো চেক করেছি, ও ওই সময়ে ছিলনা। যদি ছদ্মবেশে এসে থাকে? কিংবা লুকিয়ে? মাঝে মাঝে তো আমিও লুকায়।
কারো কাছে ধরা দিতে ইচ্ছা করেনা তখন। কিন্তু তবু কেমন করে যেন ঠিকি ধরা পড়ে যায়। খুব পরিস্কার আমি। টলটলে পানির মতো। তাই অদৃশ্য থাকতে চাইলেও পারিনা।
এই সময়ে অন্যরাও তাদের আপন ভেলায় ভাসছে। এখন থাকতে পেলামনা। পরে আমার সময় হয়ে যাবে, যখন ওরা আসবে।
এইটা শুধুই আমার এলোমেলো ভাবনা। যা মনে হচ্ছে, তা না।
মনের এক ক্ষুদ্্র অস্থিরতাটুকু বের করার একটা উপায় মাত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।