আমি মুহাম্মদ সাঈদ আরমান। পেশায় নেটোয়ার্ক এডমিনিস্ট্রেটর। প্রবাসে থাকি। ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি।
কানাই বাক্স এক চোখা,
সরল জনে দেয় ধোঁকা।
তালের গাছে তিল দানা,
খবর নাকি মিছা না !
দালালি আর ধূর্তকি
কানাই বাক্সের ভুর্তকি,
রিয়েলিটির এসএমএস
কানাই বাবুর আসল ক্যাশ।
দিবস করে আমদানি
নাচায় খুলে জামদানি,
দেশ-মাটিতে গন্ধ পায় ,
পদক দিতে বিদেশ যায়।
‘টক্কি-টাক্কু’ আঁতেল দল
জিবে চাটে নেত্রীর মল,
বাড়তি পেলে লেহন ফল,
ক্ষণেই করে মত বদল।
ইছমেপাক জোরসে হাঁক,
কানাই একটা চক্ষু পাক।
পেচক ঘুমাক, দোয়েল ডাক,
টাক্কু মাথায় চুল গজাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।