আমাদের কথা খুঁজে নিন

   

কানাই তুমি খেইড় খেলাও কেনে..। রন্গে রন্গিলা কানাই

কি লেখি না লেখি... ভেবে পাই না কূল।

এ পুরাই ভুয়া। ধুর্‌... এমন কিছু আছে না কি, ছেলেটি আগে ভাবতো এমন। এখন কিছুটা যানি কেমন কেমন। আচ্ছা, কেমন? মানুষ বলে ছবি নাকি মনের সব কথা বলতে পারে।

ছেলেটা বলে, না, গান-ই পারে সব কিছু বলতে... সবকিছু মানে স-ব-কি-ছু ! গানটা যানি কি? আচ্ছা গানটা বলছি কেন? গানকি একটা? না। অ-নে-ক ! হাছন রাজায় জিগ্গাস করে কানাই বা কুন জন ভাবনা চিন্তা কইরা দেখে কানাই যে হাসন রে রন্গে রন্গিলা কানাই, কানাই তুমি খেইড় খেলাও কেনে আরে পাগল কি বলে! কথাটা কি আমার বলে ফেলা উচিৎ? ছেলেটা বুঝে উঠতে পারে না। বাদ দেও বুঝাবুঝি, আরেকটা কি গান আছে না? বন পড়িলে সবাই দেখে চাইয়া মন পড়িলে কেউ দেখেনা অন্তরে ডুবিয়া যার অন্তরে জ্বলে আগুন সে যানে কি হুইলো জ্বালাইয়া পুড়াইয়া আন্গারা বানাইলো আচ্ছা এই গানগুলা যারা লিখছে, তারাও কি আমার মতো ভাবতো? আমারই মতো? তারা নিশ্চই অনেক পাগল ছিলো। নিশ্চই ছিলো। যানি না... আমি কিচ্ছু যানি না।

আসলে আমি যানিটা কি? কি যানি আমি, ছেলেটি ভাবে। আরে, আবারও ভাবাভাবি? বুকে জ্বলে ধ্বিকি ধ্বিকি পিরিতের অনল সপ্ত সাগরের জ্বলেও হবেনা শীতল হারিয়ে যেতে ইচ্ছা করে ছেলেটির। একেবারে। চিরতরে... অনন্তে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.