কবিতা লিখি, কবিতা হয় না...
(কবিতাটির উৎপত্তি বন্ধু তানভীর(সৈকত) এর একটি লেখা নিয়ে আলোচনার সময়। তবে কে যে এই কানাই, সেটা না হয় আপনাদের না ই জানাই। )
ধ্যান ধরে বসে থাকে
অবাক কানাই,
কানাই কহিছে,"আমি
কানাই বানাই।"
চুপচাপ ভালো ছেলে
মুখেতে রা নাই,
এতদিন সবকিছু
করিত মানা-ই।
বদলে হঠাৎ তার
মাটিতে পা নাই,
আজ তার আর কোন
কিছুতে না নাই।
কোন চক্করে তার
গজালো ডানা-ই?
শেষতক তবে তার
গতি কি থানা-ই?
এত দিন দেখে তাকে
হল না জানা-ই।
মুখে মুখে আর কত
কবিতা বানাই?
চুপি চুপি কানে কানে
একথা শোনাই,
দিন বুঝি এল তার
বাজিবে সানাই।
ধ্যান ধরে বসে থাকে
অবাক কানাই,
সহিয়া যেতেছি তার
ধানাই পানাই।
#১৫.০৭.০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।