sorry vai তখন বড় কান্না পেত দু’চোখে দুই নদী হত, তখন বড় ব্যাকুল সুরে বাউল এমন উদাস হত,, তখন আমার কান্না ছিল কান্না বাদল কোথায় গেল, কান্না ভেজা জোস্না শহর কান্না ভেজা অষ্ট প্রহর,, তখন আমার কান্না ছিল এখন আমি এলোমেলো।। যখন শালিক চাদের বুড়ি মগজে রুপকথার ঝুড়ি, তখন চোখে ভরা প্লাবন ভেজা মনে সুখের মগন,, কান্না ডানায় উড়াল দিল যখন আকাশ মেঘলা ছিল,, মেঘলা আকাশ মেঘের বাড়ী মেঘে চোখে ভীষন আড়ি, আহারে কি আহাজারি মেঘের সাথে চোখের আড়ি, কান্না ছিল কান্না ছিল আহারে কি তৃষ্ণা ছিল, কান্নাও নাই তৃষ্ণাও নাই, জীবন এখন শূণ্য কানাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।