মোঃ আতিকুজ্জামান লিমন
:::: স্বপ্ন ::::
প্রতিরাতে কাজ করতে করতে ৩-৪ টা বেজে যায়। তখন আর স্বপ্ন দেখা হয়না। কমপিউটার লাইনে পড়াশুনা করাতে এটাকে (কমপিউটা) নিয়েই সারাদিন থাকতে হয়। সামনেও কমপিউটার রিলেটেড কাজই করতে হবে। কারন অন্য কোন কাজ তো পারিনা।
স্বপ্ন ০১::
ঘুমের মধ্যে দেখছি বিস্কিট খাচ্ছি। অনেক বিস্কিট। ঘুম যখন ভাংলো তখন দেখি আমার হাতের আঙ্গুল লাল হয়ে গেছে।
স্বপ্ন ০২::
আমি দেখলাম আমার রুমের ভেন্টিলেটার থেকে কি জেন সাদা আসছে এবং আমার বুকের ভেতর ঢুকে যাচ্ছে। ওই দিন অনেক ভয় পেয়েছিলাম।
(বাঁচাওওও)
স্বপ্ন ০৩::
আমার অনেক অনেক অনেক পছন্দের মানুষের স্বপ্নে দেখে খুবই ভালো লেগেছিল।
স্বপ্ন ০৪::
আমি দেখলাম আমি মুক্তিযুদ্ধ করছি। হাতে আমার বন্দুক। অনেক চেচামেচি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।