দেখি তো কিছু একটু ঠিকঠাক করা যায় কিনা আপনি পুরুষ বা নারী যে-ই হোন না কেনো, স্বাভাবিক যৌনক্ষমতার অধিকারী হলে আপনার নিশ্চয়ই রয়েছে বিপরীত লিঙ্গের প্রতি চরম আকর্ষণ। থাকাটাই কি স্বভাবিক নয়? খুবই স্বভাবিক। এই থাকা ও বাস্তবায়নের ফলে জীবজগতের ধারাবাহিকতা বজায় রয়েছে। ভাবুন তো যদি না থাকতো যৌনাকাঙ্ক্ষা ও যৌনাচার, তা হলে থাকতো কি প্রাণের এমন ধারাবাহিকতা? থাকতো কি হৃদয়ের গহীনে সৌন্দর্যক্ষুধা?
সৌন্দর্যতৃষ্ণা কেনো?
চোখের আয়নায় ধারণ করা প্রতিটি চিত্র সযত্নে স্ক্যান করে মন তথা হৃদয়। সে সৌন্দর্যপাগল।
রাডারের মতো দ্রুত মন সাড়া দেয় সুন্দর যে কোনো কিছুতেই; সবথেকে বেশি সাড়া দেয় বিপরীত লিঙ্গের মানুষে। চোখ তা মনের স্ক্রীনে অনেক সময় নিয়ে প্রতিফলন ও বিশ্লেষণ করে। স্বাভাবিকভাবেই মানুষ বোধ করে তীব্র আকর্ষণ সেই বিপরীত লিঙ্গের সৌন্দর্যের প্রতি।
আমরা সকলেই সৌন্দর্য প্রিয়-- হোক তা আবরণের সৌন্দর্য, হোক তা ধরণের সৌন্দর্য, হোক তা কর্মের সৌন্দর্য, কিংবা প্রকাশঅযোগ্য লাবণ্যপ্রভা। সৌন্দর্য দেখলে তাতে চোখ সাড়া দেবেই যদি থাকে স্বাভাবিক বোধ সচল আর অনুভূতিপ্রবণ।
আমরা সৌন্দর্যে তাড়িত হই, আপ্লুত হই, ভাবিত হই, মুগ্ধ হই, ব্যস্ত হই, এবং সবশেষে ক্লান্ত হই। সৌন্দর্যবোধের প্রয়োজন ফুরিয়েছে ভেবে নেই, কিংবা ভেবে বিরক্ত হই এবং পূর্বতন সৌন্দর্যে বিমুখ হই। আহা! সকালের ফুল বিকেলে আর থাকে না আরাধ্য। সব সাধ আর বোধের আনন্দ উবে যায়, এক সময়, যায়ই, যাওয়াই তার নিয়তি। শুধু থাকে হৃদয়ে ব্যকুলতার করুণ ইতিহাস!
প্রতিটি সৌন্দর্যপ্রবণ ছেলে মনে মনে কল্পনা করে রাজকুমারী, খোঁজে অপরূপা সুন্দরী-- জীবনের জন্য।
প্রতিটি মেয়ে জীবনভর স্বপ্ন দেখে তুলনাহীন এক রাজকুমারের-- মনে মনে খোঁজে স্বপ্নের সেই অতুলনীয় পুরুষ। সৌন্দর্যকাতরতায় ও অন্বেষণে কী মিল আমাদের সকলের মধ্যে! কিন্তু বাস্তবে ছেলেটি যা পায় তা তার স্বপ্নের কোনো রাজকুমারী নয়, মেয়েটি যা পায় তা স্বপ্নপুরুষ নয়। অন্তত কিছু দিন চলে গেলেই বোঝে!! বোঝার জন্য আসলে মানুষের কিছুদিন অপেক্ষা করতে হয়।
স্বপ্ন গড়তে সময় লাগে দিনের পর দিন, ভাঙতে লাগে মাত্র একটি দিন, কিংবা কয়েকটি মুহূর্ত মাত্র।
এই নিয়েই তো মানুষ জীবন ধারন করে, তাই না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।