লক্ষ্য দু'টা- শান্তি বিনষ্ট না করা, আর পৃথিবীটা ঘুরে দেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ঋণ নিয়ে সুদসহ শোধ দিই। আমরা ভিক্ষা করি না। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পরে মন্ত্রী, সচিব ও প্রকল্প-পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে, তদন্ত করা হয়েছে। তারপরেও বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করেছে।
আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু আমরাই করব। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাঁরা কারও কাছে মাথা নত করেনি। পদ্মা সেতুর ব্যাপারেও দেশবাসী কারও কাছে মাথা নত করবে না।
প্রধানমন্ত্রী বলেন, মুঠোফোনের মাধ্যমে তিনি সারা দেশের মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছেন।
পদ্মা সেতু নিয়ে দেশবাসীর মধ্যে চেতনা জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, টেলিফোনে প্রবাসীরা তাদের অর্থ দিতে চেয়েছেন। স্কুলের শিশুরা টিফিনের টাকা দিতে চেয়েছেন। শিশু শ্রমিকেরাও টাকা দিতে চেয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর এই সমর্থনে পদ্মা সেতু নির্মাণে তিনি আত্মবিশ্বাসী ও আশাবাদী।
এ জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
পাদটীকা: ঋণ নিয়ে সুদসহ শোধ দেয়ার যদি ক্ষমতা থাকে, তবে হাসিনা নানী (বয়সে আমার নানীর ছোট বোন) আগে ওই টাকাটা জমিয়ে নিয়ে তারপরই পদ্মা সেতু বানান না কেন? এতো তাড়া কিসের? ভিক্ষা না হয় করেন না বুঝলাম.... কিন্তু মন যে বোঝে না। একইসঙ্গে সুদের টাকাটাও বেচে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।