সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com
☛ 'কোন ব্যক্তি কারও গুনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে' [সুরা নাজম/৩৮-৩৯]
☛ 'যে ব্যক্তি মাল বৃদ্ধির উদ্দেশ্যে ভিক্ষা করে প্রকৃতপক্ষে সে আগুনের টুকরো ভিক্ষা করে। এখন চাই সে অল্পই করুক কিংবা বেশীই করুক' [মুসলিম]
☛ 'তোমাদের যে ব্যক্তি সর্বদা চেয়ে চিন্তে বেড়ায়, আল্লাহ তা'আলার সাথে সাক্ষাত করার সময় তার মুখমন্ডলে এক টুকরো গোশতও থাকবেনা' [বুখারী, মুসলিম]
ভিক্ষুক দু-ধরনের হয়। এক. যারা অভাবে পড়ে ভিক্ষা চাই। এদের অভাব দূর হলে ছেড়ে দেয়। দুই. পেশাদার ভিক্ষুক। তাই পেশাদার ভিক্ষুকদের দান করা থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। এবং অভাবীদের বেশি করে দান করা উচিত।
----------------------------------
'হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর এবং তোমরা মুসলিম না হয়ে কোন অবস্থায় মৃত্যুবরণ করো না' [সুরা আল ইমরান/১০২]
'যথার্থভাবে ভয় কর' সম্পর্কে জ্ঞানীগণ বলেন - আল্লাহর অনুগত হওয়া, অবাধ্য না হওয়া; আল্লাহকে স্মরণ করা ভুলে না যাওয়া; আল্লাহর কৃতজ্ঞ হওয়া, কৃতঘ্ন না হওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।