আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকার মায়ের সাথে প্রথম দেখা।

সোনার হরিনের পেছনে ছুটছি। ভয়ে তো আমার প্রাণটা প্রায় চলেই গেছিলো। মমর কাছ থেকে যখন শুনলাম ওর মা আমার সাথে কথা বলবে তখনই আমার অবস্থা খারাপ। আমি কোন দিকে দৌড় দিব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি কতক্ষন নিস্তধ্য ছিলাম।

মমর হ্যালো হ্যালো কর্কষ শব্দে আমি আবার প্রনরায় ধরে প্রাণ ফিরে পেলাম। আমি আবার মম কে সব কিছু প্রথম থেকে বলতে বললাম। মম বলল কিভাবে যেন ওর আম্মু আমার কথা জেনে গেছে। মম কে নাকি ওর আম্মু জিঞ্জাসা করেছে শোভন কে?? আমি শোভনের সাথে কথা বলব। তা আবার আজ রাতেই নাকি কথা বলবে।

আমি মনে করেছিলাম মম আমার সাথে আর একটা ফান করছে। ও সবসময় আমার সাথে ফান করে। যা হোক সন্ধ্যার পর আমি একটা টিউশনিতে গেছি। হটাৎ দেখি সত্যি সত্যি মমর ফোন। মম সাধারনত আমাকে এই সময় ফোন করে না।

আমি ফোনটা রিসিভ করে হ্যালো হ্যালো বলতেছি। অন্য রকম কন্ঠ শুনে আমি সত্যিই অবাক। আমি বুঝতে পেরে না বুঝার ভান করে হ্যালো হ্যালো করেই যাচ্ছি যেন মমর আম্মু মনে করে নেট প্রবলেম। শেষে যখন উনি বললেন যে উনি মমর আম্মু তখন আমি সালাম দিলাম। আমার সব কিছু জিঞ্জাসা করলেন উনি।

তারপর উনি আমাকে উনাদের বাসায় যেতে বললেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।