সাংবাদিকতায় ভর্তির জন্য ভাইভা পরীক্ষার দিন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বললেন, কেন পড়তে চাও, সাংবাদিকরাতো সত্য কথা বলে না। সেদিন খুব রাগ হয়েছিল, কারণ বাবাও একজন সাংবাদিক। পরে সাংবাদিকতার সাত সুত্র জানলাম। ১) গণমাধ্যম আসলে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির এজেন্ট; ২) যারা টাকা দেয়, তাদের স্বার্থই গণমাধ্যম রক্ষা করে; ৩) সব গণমাধ্যম ব্যবস্থা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে, তবে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা যার যার মত; ৪) সব গণমাধ্যম ব্যবস্থা সামাজিক দায়িত্বের কথা বলে; তবে ব্যাখ্যা যার যার মত; ৫) গণমাধ্যমের তিন ধরনের মডেলের প্রত্যেকে মনে করে তার মডেল ভালো, অন্যেরটা পঁচা; ৬) সাংবাদিকতার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিদ্যমান ব্যবস্থা টিকিয়ে রাখার উপায় শিখিয়ে দেয়; এবং ৭) সাংবাদিকতার তাত্তিকতার সাথে বাস্তবতার ফারাক সব সময়ই থাকবে। বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে আজ বিভিন্ন মহলের নৈরাশ্যজনক মন্তব্যের সুনামি দেখে কষ্ট লাগলেও সাংবাদিকতার সাত সূত্রের ব্যতিক্রম কিছু এদেশে ঘটবে, এমন আশা মোটেও করিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।