আমাদের কথা খুঁজে নিন

   

সোহেল তাজ, শুদ্ধ মানুষ এবং শুদ্ধ রাজনীতি

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী ও ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে। তা না হলে রাজনীতি খারাপ মানুষের হাতে চলে যাবে। চরিত্রহীন, অসৎ লোকেরা সাংসদ হবে। দেশের বারোটা বাজবে। রাজনীতিকে শুদ্ধ করতে হলে সত্ মানুষদের রাজনীতিতে আসতে হবে।

যোগাযোগমন্ত্রীর এই বক্তব্য খুবই ভাল। শুদ্ধ রাজনীতির চর্চার জন্য শুদ্ধ মানুষ খুব প্রয়োজন। কিন্তু আরেকটি সংবাদ আজকের দিনের, সেটা সোহেল তাজ সংক্রান্ত। অবশেষে সশরীরে এসে স্পিকার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন আওয়ামী লীগদলীয় সাংসদ তানজিম আহমদ (সোহেল তাজ)। সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই আসনটি শূন্য হয়েছে।

আজ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেল তাজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাল সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী দিনে স্পিকার এ বিষয়ে ঘোষণা দিয়ে বিষয়টি সংসদকে অবহিত করতে পারেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। এর অর্থ শুদ্ধ মানুষ ধরে রাখার যোগ্যতা আমাদের রাজনৈতিক দলের নাই। আর যদি যোগ্যতাই না থাকে তাহলে শুদ্ধ ও মেধাবী লোকদের রাজনীতিতে না ডাকাই ভাল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।