একটা কথা প্রায়ই শোনা যায়, মেয়েদের এমন পোশাক পরা উচিত না, তেমন করা উচিত না। জন্মের পর থেকে প্রচলিত যে নিয়মে আমরা বড় হয়েছি (যেমন, জামা-কাপড় এমন হতে হবে, এভাবে চলতে হবে, এভাবে কথা বলতে হবে), এর ব্যত্যয় হলেই কিছু মানুষ আছে, যারা হামলে পড়তে পছন্দ করেন। পান থেকে চুন খসলেই দোষ দেন মেয়েটার, মেয়েটার পোশাকের, মেয়েটার আচরণের। এমনকি মেয়ের বাবা-মা, বংশ তুলে কথা বলতেও ছাড়েন না। কিন্তু দোষ হয় না বখাটেদের। তাদের তো আবার ইংরেজি নামকরণ হয়েছে, ইভটিজার। এই নামকরণে আরও তারা জাতে উঠেছে সন্দেহ নেই। নতুন নাম নিয়ে নতুন উদ্যমে তারা আবার আগের পেশায় ফিরে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।