জীবনকে মূল্যায়ন করতে শিখতে হবে। বর্তমানে আমরা প্রায়ই দেখি আমাদের চারপাশে যে সবাই মডর্ন হবার জন্য খুব হা হুতাশ করছে। সবার কাছে এর সংজ্ঞাটা একরকম যেন শুধু পোশাকেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারা কি একবার ভেবে দেখেছে যে আধুনিকতা মানে যে তা নয়। আমরা আমাদের মন আর মানসিকতা পরিবর্তন করতে পারি নি।
সুতরাং দেখা যাচ্ছে আমরা সবাই আমাদের পোশাক আশাকে কে কতটা আধুনিক তা দেখানোটাই হল আমাদের কাছে আধুনিকতার সংজ্ঞা। কিন্তু কেউ কি একটু ভেব দেখছি না যে আমাদের পারষ্পরিক সম্পর্কের নানা ধরনের টানাপোড়েন নিয়ে আমাদের মাঝে কিছু বদ্ধ সংস্কার যদি আমরা ভুলে না গিয়ে আমাদের উন্নতির জন্য কিছু না করি তাহলে আমাদের মাঝে আধুনিকতার ছোয়া কখনোই আসবে না। আমি ব্যক্তিগত ভাবে যতটুকু বিশ্বাস করি যে আধুনিকতা মানে পোশাকের আধুনিকায়ন নয়, মনের আধুনিকায়ন। আর যদি এই বিংশ শতাব্দীতে এসে এখনও আমরা এর পরিবর্তন না ঘটাতে পারি তাহলে আমরা সারা বিশ্ব হতে একদম ছিটকে পরব। আসুন আমাদের কাছের এবং দুরের মানুষদের এই ব্যপারে সচেতন করি।
আর তাদেরকে আধুনিক করার নামে ভুল না বোঝাই। তাদেরকে ভাল মন মনাসিকতা সম্পন্ন হবার তাগিদ দেই যাতে করে তার নিজের এবং সমাজ তথা আমাদের গোটা বাংলাদেশের সমাজচিত্র আমূল পাল্টে যায়। এরজন্য আমাদের প্রত্যেকর নিজের যায়গায় বসে ব্যক্তিগতভাবে অথবা সামগ্রিকভাবে আমাদের নিজেদেরকেই উদ্যোগ নিতে হবে। সবার জন্য শুভ কামনা রইল। আমার জন্য দোয়া করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।