আমাদের কথা খুঁজে নিন

   

বেসিস নির্বাচন আজ,লড়ছেন ৮টি সাধারণ সদস্য শ্রেণীভূক্ত পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী..

আজ ২ জুলাই দেশের সফটওয়্যার ও আইটিইএস শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) ২০১২-১৪ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ। কাওরান বাজারস্থ বিডিবিএল ভবনের পঞ্চম তলার বেসিস অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।নির্বাচনে ৮টি সাধারণ সদস্য শ্রেণীভূক্ত পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন শামীম আহসান, সৈয়দ আলমাস কবির, একেএম ফাহিম মাশরুর, শাফকাত হায়দার, লে. ক. হাসান মুজাহিদ অব., রফিকুল ইসলাম, এস কবির আহমেদ, শেখ এ শাহিদ, ইমতিয়াজ আহমেদ খান, সায়েদুল ইসলাম মজুমদার, কাজী জাহিদুল আলম, এম রাশিদুল হাসান, শাহ ইমরাউল কায়েস, রাসেল টি আহমেদ, নাভিদুল হক এবং এবিএম রিয়াজউদ্দিন মোশাররফ।নির্বাচনে একটিমাত্র সহযোগী সদস্য শ্রেণীভুক্ত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন প্রার্থী। প্রার্থীরা হলেন উত্তম কুমার পাল, শফিউল আলম, আরিফ আহমেদ চৌধুরী এবং রফিউল আলম।এবারের বেসিস নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণীতে ৩১০ জন এবং সহযোগী শ্রেণীতে ১০৪ জন সদস্য অন্তর্ভুক্ত আছেন। এর মধ্যে মোট ৪১৪ জন সদস্যের ভোটাধিকার আছে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.