আমাদের কথা খুঁজে নিন

   

আমার আব্বার প্রতি

পঙ্খিরাজে চাদেঁর দেশে ভাবতে পারিনা তোমার মুখ দেখবনা কোনদিন ও আব্বা তুমি ছাড়া আমার জীবন যেন অর্থহীন! তোমার সাজানো সংসারে আজ শুধু নেই তুমি আমার চারিপাশ এখন তোমার বিরহে মরুভূমি। এখন কমে গেছে জীবনের প্রতি বিশ্বাস ও মায়া জীবন যেন হয়ে গেছে মাটির এক নি¯প্রাণ কায়া। আল্লাহ রাসুল পরে আমার কাছে তুমি ছিলে মহান এই জীবনে জড়িয়ে আছে তোমার অশেষ অবদান। তুমি মিটমিট করে জ্বলে আমায় দিয়েছিলে আলো আমি সেই আলোয় পথ চলি, মুছে মনের কালো। সেই আলোয় উদ্ভাসিত করেছে আমার দেহ মন একদিন উদ্ভাসিত করবে আমার ছেলেদের জীবন। তোমার স্বপ্নের পথে আমি পারিনি করতে বিচরণ খোদর কৃপায় স্বপ্নের চূড়ায় তারা করবে আরোহন। আমার এটা শুধু কথার কথা নয়, জীবন মরণ পণ কখনো পিছপা হবনা দেহে থাকতে রক্ত সঞ্চালন। খোদার কাছে করজুড়ে চোখের জলে করি মিনতি অবারিত রহমত নাযিল করো আমার আব্বার প্রতি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।