আমাদের কথা খুঁজে নিন

   

আব্বার সাথে এখন থেকে প্রায় সময় ঝগড়া করব

ঘুমিয়ে পড়ার আগে......

প্রায় এক মাস আগে আব্বার সাথে তুমুল ঝগড়া হল ।আমার যে ঘাড়ের রগ টা বাঁকা আমি ও নিজেকে কন্ট্রোল করতে পারি না,কত চেষ্টা করলাম(এই পোলা টা বড়ই খারাপ)।ঝগড়ার শেষ ফল হল আব্বা একটা টুল ভেঙ্গে ফেলল আর আমি দাঁত বের করে হাসতে লাগলাম(ক্লোজআপহাসি) ।প্রয়োজন না হলে একজনের সাথে আরেক জনের কথা বার্তা প্রায় বন্ধ চিল।কিন্তু মনে তো শান্তিা পাচ্ছিলাম না..... আব্বা কয়েকদিন বাসায় ছিল না।আজ সকালে বাহির থেকে ফিরল।তাড়পড়ে আমাকে বুকে টেনে নিল।দুই গালে দুটা ,আর কপালে একটা চুমু দিল।এখন বলেন ঝগড়া না করলে কি এই মূল্যবান জিনিস গুলো পেতাম..... ....................... শান্তি পাইতাসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।