আমাদের কথা খুঁজে নিন

   

---------------আব্বার গালফ্রেন্ড------

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই কাল রাতে ঘুমিয়েছিলাম এক কলিগের বাসায়। কলিগ তার পাশের বাসার এক মেয়েকে পছন্দ করে । কিন্তু মেয়ে তো পাত্তা দেয় না। মেয়ের মন আকর্ষণে তার নানা ফিকির চলে। এরই ধারাবাহিকতায় তান নতুন প্রজেক্ট মেয়ের ভতিজাকে পটানো ।

ভাইজতা এখন প্রতিদিন বাসায় আসে। এটা ওটা খাওয়ানো হয়। আজও এসেছিল। সে ল্যাপটপে প্রিন্স সিনেমার গান দেখছিল। দেখতে হঠাৎ বলল এ নায়কের তিনটা গার্লফ্রেন্ড।

কলিগ হাসতে হাসতে বলে তুমি গার্লফ্রেন্ড বোঝো। পিচ্চি বলে আমারো আছে । দুইটা। । বোঝেন অবস্থা।

কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। আমার কলিগ হাসতে হাসতে বলে তোমার আব্বুর আছে না কি? পিচ্চি বলে আছেতো একটা। আমি বলি বলে কি? সে বলে ক্যান আম্মু? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।