পঙ্খিরাজে চাদেঁর দেশে আমাদের শ্রদ্ধেয় আব্বা হাজি শাহ মোঃ মবশ্বর আলী ২২ এপ্রিল ২০১২ রোজ রবিবার রাত ১০ ঘঠিকার সময় এই দুনিয়ার জিন্দেগি থেকে চিরবিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
হঠাৎ পিতৃবিয়োগের এই শোকে আমরা অত্যন্ত শোকাহত। আল্লাহর কাছে আমাদের আকুল আকুতি তিনি যেন আব্বাকে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা করে নেন! যেভাবে তিনি পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্টচিত্তে ও তাঁর প্রিয়ভাজন হয়ে। অতপর তুমি শামিল হয়ে যাও আমার প্রিয় বান্দাদের দলে এবং আমার জান্নাতে প্রবেশ করো।
সূরা আল-ফাজর, আয়াত ২৭-৩০
দোয়া প্রার্থনায়
মরহুমের সন্তানগণ।
.......................................................................................................
সব প্রশংসার মালিক তুমি মহান অধিপতি
তুমি ছাড়া আমাদের নেই কোন গতি!
দুরুদ ও সালাম ভেজি নবী মোস্তফায়
গুনাহগারে ক্ষমা মাঙ্গি তাঁহার উছিলায়!
আব্বাকে সপে দিলাম তোমার কাছে মাওলা
তুমি বিনে উভয় কালে নেই কোন হাওলা!
এমন দেশে প্রাণের পিতা গেলেন চলিয়া
মাস বছর যুগ গেলেও পাইব না খুঁজিয়া।
স্ত্রী-সন্তান পাড়া-পড়শি সবাই ছাড়িয়া
সাড়ে তিনহাত কবরে জনমের লাগিয়া।
এমন বিষম বিপদ কালে তুমি হইও সাথী
অন্ধকার কবরে দিও পাক কুরআনের বাতি।
কবর ও হাশরে মাওলা সকল ইমতিহান
আপন কুদরতে তোমার করিও পরিত্রান!
রহমত বর্ষণ করো আমরার আব্বার প্রতি
শেষ মিনতি করি মাওলা বানাইও জান্নাতি!
.......................................................................................................
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর দরবারে মরহুম হাজি শাহ্ মোঃ মবশ্বির আলী'র মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও কুলখানি
স্থানঃ ইলামের গাঁও (ফকির বাড়ি)
তারিখঃ ২৫ মে ২০১২ রোজ শুক্রবার
এতে আপনাদের একান্ত উপস্থিতি ও সবিনয় দোয়া কামনা করছি!
দোয়া কামনায়
মরহুমের পরিবারবর্গ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।