আমাদের কথা খুঁজে নিন

   

আব্বার জন্য প্রার্থনা

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আজ ১৮'ই জুন বাবা দিবস। আমি বাবা বলি না, আব্বা বলি। আব্বা আপনাকে আবার স্মরন করি, বার বার স্মরি। আপনার সুউচ্চ মানবিকতার পথ ধরে এখনো আমি হামাগুড়ি দিই । আপনার পরিমিতিবোধ আমাকে আজো অনুপ্রানিত করে। --------------------------------------- আমরা তো হচ্ছি তীরন্দাজের হাতের সেই ধনুক , যেখানে তীর গুলো হচ্ছে আমাদের সন্তান তীরগুলোকে অনন্তের পানে ছুড়বেন বলে ধনুক বাঁকা করেন তিনি ধনুকের এই র্গবের জীবন কে এসো টান টান করি কারণ তিনি থিতু ধনুককে ততখানিই ভালবাসেন, যতখানি ভালবাসেন অস্থির তীরকে । * জিব্রানের 'দি প্রফেট - চিলড্রেন ' থেকে অনুপ্রানিত। ====================================== ১৮'ই জুন, ২০০৬ রাত ১:৫৪ কলাম্বিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।