একি! আমি এথা ? যেথা আসতে চাইনি কভু
তবু কেন আজ নিজেরে আমি সেথা খুঁজে পাই প্রভু??
চারিপাশে ফোঁসে কৃষ্ণ শিখা পর্বত প্রমাণ
পাপীসবে খুঁজি আনিয়া ফেলিছে আগুনের গর্দান,
সাপ-বিছা আর পাথরের খোঁচা, যাতনার সেই দেশ
চারিপাশে চেয়ে দেখে নিয়ে বলি,“হায় হায় সব শেষ”
পড়ে আছে যত জ্যান্ত কাবাব- মানুষ? নাকি জোম্বি?
ওহ! এরা না ও দুনিয়ার বুকে করতো হম্বিতম্বি ??
বে-ঈমান আর নাস্তিক সব,বসলো দেখি মেলা,
যারে দেখি- দেখি বড়ি পড়ে বসে, শাস্তি পাবার মেলা।
পাথরেতে মাথা জাইছে কারো, কারোবা মুগুর বাড়ি,
দুর্বল, আমি দুর্বল, দেখে সইতে না আর পারি।
ধরে বেধে ফেলে জুলুম করিয়া পয়সা খাইত “বস” এ,
সে সম্পদই আজ অগ্নি-শিকল, পরছে পিঠে কষে।
ক্ষমতা লইয়া ফেতনা করিয়া মানুষে রাখিত ভয়ে,
পুলসিরাতে ধরা পড়ে তারা পড়ছে খণ্ড হয়ে।
কারোবা ঠোঁট কাটা আর কারো পিঠেতে পরিছে শিক
কোনোক্রমে ছুটে পালিএ যাবে? খোলা নাই কোন দিক।
জানমাল নিয়ে খেলা শেষে যারা করতো গো কোলাহল
জানো কথা ঐ কুকুরের দল ? পিইছে হলাহল।
ক্ষুৎপিপাসায় ঝাক্কুম আর হামীমের সুঘ্রাণ !!!!!!!!
নাড়িভুঁড়ি সব গলে গলে পড়ে,উড়ে যেন যায় প্রাণ।
যে মৃত্যুরে দুই চোখে আজ দেখতে কেও না পারে,
ঐখানেতে সারা দিনমান তারেই খুঁজে সে মরে।
তবু হবে না, কোন লাভ নাই, মৃত্যু হবে না আর
মৃত্যু স্বাদ যে চাখিয়া লয়েছে, সেই ছিল শেষবার।
শাস্তি পাইছে জাহান্নামি, তবু দৃষ্টি ঊর্ধ্বপানে
জ্যোতির্ময় যারা পার হয় পুল, কেবা তারা কারা জানে??
ওহ! চিনেছি এবার চিনেছি, এরা না ঐ দল ?
দুনিয়াতে ছিল যারা আনস্মার্ট, নির্বোধেরই ছল
করে, রয়ে-সয়ে,খেয়ে না খেয়ে জমিয়েছে এতো কিছু !
আযান শুনিয়াই মসজিদ পানে ছুটিত যে পিছু পিছু।
এরাই দেখি আজ মহা লাভবান, উত্তম ব্যবসায়ী।
ক্ষমতালোভী- দুনিয়াদাররা আজ যেথা ধরাশায়ী।
গায়ে কাঁটা দেয়, ঘেমে নেয়ে উঠি, কাঁপছে সারা দেহ।
এই স্বপ্ন, এ যে বিভিশিকা,না যেন দেখে কেহ......
দুনিয়াতে আজ উগ্র ভাবে চলছি যারা ওরে,
চালিয়ে যাও, থেম না যদি না মরতে না হয় পরে ।
যদি ভাবি, য, মরতেই হবে, আজ- কাল- একদিন,
তবে মনে হয় নফস্কে ছারিয়া দ্বীন মানা সমীচীন।
সব শেষে কই ,মাফ করে দাও, রাজি হয়ে যাও প্রভু,
জাহান্নামের মধ্যে যেন যাইতে না হয় কভু...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।