Ami odvut and ami real matal na.kobitai matal. দু'চোখের ক্রন্দসী জলে ডুবে ডুবে তোমাকে ছুঁয়ে , মুখে বলেছি - লিখব না আর তোমার,প্রণয়ের কোন পঙক্তি । ঐ যে বললাম , মুখে বলেছি ; আর বজ্রদিপ্তে প্রাণে বলেছি - লিখব , লিখব , লিখবই । তোমাকে ছুঁয়ে শপথ করেছি চঞ্চরীক এই আমি কুহকী প্রণয়ে আর কাছে ছুটে আসবো না । শুধু শপথ করেছি , ভুলিনি পথ ; সব বাঁধার উন্মুলনে উন্মত্ত হয়ে, শুধু তোমার কাছে , সত্যি আমি- আসবো , আসবো , আসবোই । তোমার অশ্রু দেখে নিষ্প্রভ হয়েছি , বলেছি আর ভালোবাসবো না । হয়ত , নির্লিপ্ত হবে পুরনো প্রণয় ; তবে , নতুন করে আবার আমি- ভালোবাসবো , বাসবো , বাসবোই । তোমাকে দেওয়া সব প্রতিশ্রুতি হৃদয়ের তীরে , হারিয়েছে খেই । হয়ত,ভালোবাসায় , ভালোবাসা ছাড়া - কোন চকিত প্রতিশ্রুতি রাখতে নেই । - মাতাল কবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।