আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশ্রুতি

.

ক. তারপর কাল রাতে আর কোন গল্প তৈরী হলো নাতো- শুধু গোলাপ আঁকা আঁধা পুরান কম্বলটা গায়ে টেনে শুয়ে গেছি কিচ্ছুই স্বপ্নে দেখলাম না,ডুবে যেতে যেতে সবচেয়ে তলাকার মাছটির পেছন কিছু দিন ঘুরে শুনি মাথার উপরে অন্ধকারে হারিয়ে যেতে হয় সব ওলট পালট, সেও ভুলেছে কবেকার করুণ আকাশ টুপুর টাপুর জলের দীর্ঘশ্বাস জলে চুবানো আঙ্গুল ফিনফিনে ঢেউ আলোর প্রতিবিম্ব হাওরের বিশ্বাস খ. তারপর বাদ রয়ে যায় রাতের স্টেশনে শোনা প্রতিশ্রুতি কত মায়াময়,বিশজন তোমার ছবি আঁকছিল লিটলম্যাগের প্রচ্ছদে সে রাত্র বিনিদ্র কাটাই।ততক্ষণে তোমার স্নান হয়ে যায় তারও আগে সমর্পণ করেছো শাঁখা-নোওয়া জলমগ্ন সিঁথিতে,শিশিরে,ঘাসে পদচিহ্ন এঁকে এঁকে হেঁটে যায় ভুলে যায় আর সংগ্রহ করে প্রস্তাবিত দৃশ্যাবলী গ চোখে মৃত সাগরের গান অবুজ জোৎস্না রাত্রি বলে কিছু দিল না মৃত আলোর সন্ধ্যা ঠেলে ঠেলে বাড়ি ফরে আসি মনে পড়ে,স্বাক্ষর রেখে মেঘে-প্রকৃতি প্রথম চিবুকে ওষ্ঠে বেদনার আল্পনা এঁকে দিল,নতুন হাঁটু বেয়ে নেমে গেল বনাঞ্চল বিধাতা -প্রগাঢ় লালের অধিক রঙিন প্রবাহ... উষ্ণ জল,জীবানু নাষক আর তুলা-মনে আছে মায়ের রূপালী পরিচর্যা? আজ চারিদিকে আগুন,সকলে খেদিয়ে বৃন্দাবন নিয়ে যেতে চায় রাধা,ব্যক্তিগত অন্ধকারে একান্ত বৃষ্টিপাত কাউকেই দেখতে দেবে না\ ঘ যদিও দূর সমূদ্র কণ্ঠ ঢেউ- করতালী,হাসির ধ্বনি ওঠে নামে মনযোগে জলের ছলাৎ আদর, অতদূর গিয়েছিল কেউ? আমাদের প্রত্যাবর্তন আসে, ভালোবেসে আসে -জ্যোৎস্নার কান্না উছলানো রাত সঙ্গীত ঝঞ্জাট রাত্রির নিবিড়তা আজ হেমন্তের হাহাকার উৎকণ্ঠিত বেদনার কোন সুর নেই এ কেমন অভিষাপ প্রিয়তমা দিয়েছিল সমূদ্র নিশ্চুপ পুনরায় মশাল জালিয়েছে জেলে নৌকার মাঝিরা ঙ ক্ষর রোদ ও দৃশ্যমান জোৎস্নায় কুড়ানো যা প্রতিশ্রুতি পেছনে দীর্ঘ খানাখন্দ ভরা পথে ডুব সাঁতার খেলে আর ছড়ানো ছিটানো গাছের তলায় ফিরে যেতে বলে ক্লান্ত কৃষকের পাশে ঘামের ঘ্রানে ভর সূর্য ডোবা আকালে তার ফসলী মাঠে লেগেছে পঙ্গপাল কিষাণীর আলোহীন হাড় ঘিরে প্রবাহিত আজগুবি ফাল্গুন দু’পা ছড়িয়ে অংক কষি বলিরেখায়,উঠে মানুষের ভীড় ঠেলে হেঁটে যাই- রঙ বলকানো ক্যানভাসে আমাদের গাঢ় সমাবেশ আদ্র অনুভবে রাত্রি জাগে,শোনা প্রতিশ্রুতিগুলো হাঁটাহাঁটি করা রাজা পিঁপড়া রঙে রঙে দিশেহারা ঃ ‘যদি বৃষ্টি বিপক্ষে না দাড়ানো বন্ধু হতো! ফোঁটায় ফোঁটায় ভরা কত স্বজন পুকরের পাড় ছুঁয়ে তুমি গভীর রাতে কাছে এসে গল্প করো-ভেজা পায়ে’ সবগুলো বাগান থেকে দূরে... ওই যে আবছায়া আকাশ যেখানে কোন সুঘ্রান পৌঁছায় না, অন্ধকার রেখার মতো গ্রাম বা চোখের ভ্রান্তি- একটা লালছে ঢেউ ডুবছে- জাগছে নদীতে বয়া বাতির মতো কোন কোন রাতে জাগে প্রতিশ্রুতি রচনা:৯-১৪/০৬/০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।