আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশ্রুতি



যদি এমন হয়ে পড়ে কখনো পুনর্বার ছাতা নিয়ে চলে এসো সুখী এই করিডোর থেকে ওখানে নিবিড় কুঞ্জে যদি দেখা হয় হাতে তুলে দিয়ো ল জ্জা র দী র্ঘ চিঠি ভুল করে পকেট থেকে ফেলে দেব কোথাও চাঁদ রাতে নেশা হবে কিংবা একাকী অই পাতা কোমল ছিঁড়ে তুলে নেব বোমারু বিমানের রেখে যাওয়া শব্দের মতো ফিরে ফিরে যাব তাকাব না পিছেও যদি না কক্ষনো কক্ষ পথে ঢিল ছুঁড়ে মারো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।