আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশ্রুতি

রঙ্গিলা বন্ধুরে....... i_mahmud2008@yahoo.com এক লোক গ্রামের রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ দেখতে পেল লাল টসটসে দুটি পাকা আম রাস্তার পাশের বিরাট আম গাছের মগডালে ঝুলে আছে। লোকটি আমগুলোর লোভ সামলাতে পারলো না। কিন্তু গাছে ওঠার অভ্যেসও তার নেই। কোনদিন গাছে ওঠেনি লোকটি। তথাপিও আল্লাহকে ডাকতে ডাকতে গাছের মগডালে ওঠে গেলো লোকটি।

ওঠে আম তো খাওয়া হলো কিন্তু নীচে নামতে গিয়ে বাধলো বিপত্তি। গাছের মগডাল থেকে নীচের দিকে তাকিয়ে তার আত্মা যায় যায়। কিভাবে নীচে নামবে সে চিন্তায় অস্থির লোকটি আল্লাহকে ডেকে বললো ‘হে আল্লাহ আমাকে সুস্থ্য অবস্থায় নীচে নামিয়ে দাও, আমি বাড়ি গিয়ে তোমার নামে একটি গরু জবাই করে সবাইকে খাওয়াব। আর এ ভূল জীবনে করবো না। ’ এ কথা বলে লোকটি ধীরলয়ে নীচের দিকে নামতে লাগলো।

কিছুটা নীচে নামার পর লোকটি দেখলো গাছ থেকে নীচে নামা অনেকটা সহজ। এবার সে আল্লাহকে ডেকে বললো ‘হে আল্লাহ নীচে নামা এতো সহজ জানতাম না। এবার জানলাম, আচ্ছা যাও গরু জবাইয়ের কথা যখন বলেছি তখন কথা রাখবো। তবে গরু নয় ছাগল জবাই করে সবাইকে খাওয়াব। ’ এ কথা বলে লোকটি গাছ থেকে আরো নীচের দিকে নামতে লাগলো।

আরেকটু নেমে দেখলো গাছ থেকে নীচে নামা আসলেই সহজসাধ্য কাজ। ভাবলো এ জন্য আর ছাগল জবাই কেন? আবারও আল্লাহকে ডেকে বললো ‘হে আল্লাহ গাছ থেকে নীচে নামা একেবারে সহজ কাজ। তারপরও যখন কথা দিয়েছি কথা রাখবো। বাড়ি গিয়ে মোরগ জবাই করবো। ’ এবার আরেকটু নীচের দিকে নামতে লাগলো।

মাটি থেকে সামান্য দুরত্বে থাকতে সে আবারও থেমে গিয়ে আল্লাহকে ডেকে বললো ‘হে আল্লাহ গাছ থেকে নেিচ নামা এতো সহজ? তার জন্য আবার মুরগী জবাই? দরকার কি?’ বলেই লোকটি দিলো এক লাফ। কিন্তু তার কপাল এতই খারাপ যে আম গাছে জড়ানো লতাগুল্মে তার পা আটকে গেল। এবার তার মাথা নীচের দিকে এবং পা উপরের দিকে ঝুলে রইলো। সে এবার আল্লাহকে ডেকে বললো ‘হে আল্লাহ তুমি না সব কিছু জান এবং বুঝ। আমি তো এতক্ষন ফাজলামো করলাম।

আমাকে নামেিয় দিলে আমিতো গরুই জবাই করবো। ’ পুনশ্চ: বিপদে মানুষ সবকিছু দিয়ে দেবার প্রতিশ্রুতি দেয় কিন্তু বিপদ কেটে গেলে প্রতিশ্রুতি ভঙ্গ করে। এটাই মানুষের সহজাত অভ্যাস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।