আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিশ্রুতি

আমি খুব সাধারণ একজন মানুষ । একটু অন্তর্মুখী, নিজের মনের নিভৃত কোণেই বড্ড বেশি বিচরণ আমার । ভালবাসি সাহিত্যের খোলা পাতা, ভালবাসি প্রযুক্তির আঙ্গিনা আর ভালবাসি প্রাণের স্পন্দন । ফেসবুকে আমিঃ http://facebook.com/rupkotharkabbik :এই? :কি? :ভালবাস? :কাকে? :আমাকে? :হুম । :হুম মানে? :হুম মানে হুম ।

:মুখে বলা যায় না? :যায় । :তবে বলনা কেন? :শুনতে ইচ্ছে করে? :খুউব । :তবে বলি? :বল । :আমি তোমাকে ভালবাসি । ভালবাসি তোমায় সকাল, দুপুর, রাতে ।

ভালবাসি তোমাকে আর তোমার ঐ মনটাকে । তোমার ভালকেও ভালবাসি । তোমার খারাপটাকেও ভালবাসি । ভালবাসি ভালবাসি ভালবাসি । ভালবাসি তোমায় অনেক অনেক বেশি ।

:এমনি করে সারাজীবন ভালবাসবে তো? :জীবনের প্রতিটা মুহুর্ত । তোমাকে ভাল না বাসলে যে বেঁচে রইবো না । :আবেগের নৌকায় ভেসে ছেড়ে যাবে না তো আমাকে ছেড়ে? :তার আগে আমার জীবন আমাকে ছেড়ে যাবে । :বাব্বাহ, বেশ গুছিয়ে কথা বলা হচ্ছে আজকাল । :তুমি আমাকে গুছিয়ে রাখছো যে ।

:এখনই এত পাম দিচ্ছেন বিয়ের পরে কি করবেন মিস্টার প্রেমিক পুরুষ? :হুম । :হুম মানে? :হুম মানে হুম । :আবার? :হুম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।