অনেকটা শ্রাবন ঝরেছে ও চোখে,
নিঃশব্দ চেতনার অস্পষ্ট অবদমনে,
ক্লান্ত বিব্রত একটি বেদনায়,
অনেকটা ঝাপসা লোনা জলে –
অদম্য নিরুত্তর একটি ব্যাখ্যা,
যেন সমুদ্র সঙ্গমী হতবাক নদী।
অনেকটা সময় বিবেকের সাড়াশী –
আর থমকে যাওয়া অনুভূতি,
তরুনী হৃদয় করেছে ক্ষতবিক্ষত।
তথাপি নির্মম প্রতিজ্ঞায় দাঁড়িয়ে,
উস্কে দেওয়া অজস্র অনুতাপ -
আর কষ্টের সমুদ্র ফুঁসতে দেইনি,
তথাপি উজ্জ্বল রামধনুর মতই –
কাঙ্খিত স্বপ্নের ফুল, সুন্দর –
পবিত্রতায় অনেকটা জীবন্ত আছে,
একান্ত আমার কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।