আজ সকালে মিরপুর ১৪ গেলাম,অনেকদিন ধরে যাওয়া হয়না,আগে দেখতাম ১৪ নাম্বার মোড় থেকে সিএনজিতে মানুষ শেয়ারে যেত,আজকে দেখলাম রিক্সাও শেয়ারিং হচ্ছে!!!মানে ১৪ নাম্বার মোড় থেকে সৈনিক ক্লাব পর্যন্ত একজন ২০ টাকা,দারূণ ব্যবসা ।ভাবতেও পারিনি রিক্সাও পর্যন্ত শেয়ার হবে একদিন ।যাই হোক শেয়ারিং যখন হচ্ছেই,তখন একটা নিয়ম করা হোক,বাসে যেমন মহিলাদের জন্য সংরক্ষিত আসন থাকে তেমন রিক্সাতেও থাকবে ১ সিট,তবে শর্ত প্রযোজ্য,তরুণী হতে হবে।তাহলে ব্যাচেলর জিএফ বিহীন আফসোস একটু হলেও কমবে যে ইসসস জিএফ নাই,থাকলে তারে নিয়ে অন্যদের মত রিক্সায় ঘুরতাম ।কি বলেন ব্লগার ভাইগন?আইনটা করা উচিত না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।